রেলের চাকরি ছাড়লেন ভিনেশ ফোগত
শেষ আপডেট: 6 September 2024 09:11
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে এন্ট্রি নিতে চলেছেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা দেড়টা নাগাদ তিনি কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। তবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রেলের চাকরি ছেড়ে দিলেন।
ভিনেশ ইতিমধ্যেই একটি টুইট করে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ভারতীয় রেলের সেবা করা, আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এটা আমার জীবনের একটি গৌরবময় মুহূর্ত।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি জীবনের এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি যেখানে রেলওয়ের এই সেবা থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর হাতে আমি ইস্তফাপত্র তুলে দিয়েছি। আমি ভারতীয় রেলওয়ে পরিবারের কাছে চিরকৃতজ্ঞ থাকব।'
সূত্রের খবর, ভিনেশের পাশাপাশি বজরং পুনিয়াও কংগ্রেসের হাত ধরতে চলেছেন। সম্প্রতি ভিনেশ এবং বজরং কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। আশা করা হচ্ছে, হরিয়ানা বিধানসভা থেকে নির্বাচনী লড়াই শুরু করবেন ভিনেশ এবং বজরং। ভিনেশকে দাদরি আসনের টিকিট দেওয়া হতে পারে।