কানাডা ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শ্রীকান্ত হারিয়েছেন শীর্ষ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে স্ট্রেট সেটে। এই জয়ের ফলে এই ভারতীয় শাটলার পৌঁছে গিয়েছেন শেষ চারে।
কিদাম্বি শ্রীকান্ত
শেষ আপডেট: 5 July 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: চোট-আঘাত অনেকটা পিছিয়ে দিয়েছিল ভারতের কিদাম্বি শ্রীকান্তকে। তবে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার। সম্প্রতি তিনি মালয়েশিয়ান ওপেনের ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন। তবে কানাডা ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (Canada Open Super 300 badminton tournament) তিনি দুর্বার গতিতে ছুটে চলেছেন।
ক্যালগারিতে কানাডা ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শ্রীকান্ত হারিয়েছেন শীর্ষ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে স্ট্রেট সেটে। এই জয়ের ফলে এই ভারতীয় শাটলার পৌঁছে গিয়েছেন শেষ চারে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রাক্তন রুপোজয়ী শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিততে সময় নিয়েছেন মাত্র ৪৩ মিনিট। বিশ্ব র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা চেনকে তিনি হারিয়েছেন ২১-১৮, ২১-৯ ব্যবধানে। শ্রীকান্তের বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং ৪৯। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের কেন্টা নিশিমোতো।
শ্রীকান্ত জিতলেও অবশ্য শেষ আটের লড়াইয়ে হেরে গিয়েছেন ২০২২ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী এসশঙ্কর মুথুসামি সুব্রহ্মণ্যম। ৭৯ মিনিট লড়াই করার পর তিনি নিশিমোতোর কাছে হেরে যান ১৫-২১, ২১-৫, ১৭-২১ ব্যবধানে।
সেমিফাইনালের প্রতিপক্ষ নিশিমোতোর বিরুদ্ধে শ্রীকান্তের ৬-৪ হেড-টু-হেড রেকর্ড রয়েছে। যদিও ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁদের শেষ ম্যাচে জাপানি শাটলারের কাছে হেরে গিয়েছিলেন শ্রীকান্ত।