Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে'কথা ভালভাবে বলছে, রাতে বোমা মারছে!' পুতিনকে কটাক্ষ ট্রাম্পের, কিভে পাঠাচ্ছেন প্যাট্রিয়ট মিসাইলমোদী-মমতাকে আম পাঠাচ্ছেন ইউনুস, দিল্লির ‘দিল’ জয়ের চেষ্টা, চর্চা সমাজমাধ্যমেআলাদা হচ্ছেন সাইনা-কশ্যপ, ইনস্টাগ্রামে জানালেন সিদ্ধান্তের কথাWimbledon: ফরাসী ওপেনের মধুর প্রতিশোধ, আলকারাজকে হারিয়ে উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন সিনারবন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে নিখোঁজ হন, ৬ দিন পর যমুনায় মিলল ত্রিপুরার তরুণীর দেহ Eng vs Ind: ভয়ঙ্কর হয়ে উঠেছে লর্ডসের বাইশ গজ, ভারতকে জিততে হলে লর্ড হতে হবে রাহুলকেবিমানের ফুয়েল সুইচ ‘নিরাপদ’, জানাল বোয়িং, আমদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বাড়ছে রহস্যসিভিক ভলান্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ, পণ ও খুনের অভিযোগ পরিবারের শ্যালিকার উপর যৌন হেনস্থার অভিযোগে দিঘা থেকে ধৃত জামাই, অভিযোগ আরও ভয়াবহ
Manu Bhaker

মনু ভাকরের পছন্দের চরিত্র নাকি 'কালিন ভাইয়া'! মির্জাপুরেই আপাতত মজে ব্রোঞ্জজয়ী তারকা

মনুর এই উত্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মনু ভাকরের পছন্দের চরিত্র নাকি 'কালিন ভাইয়া'! মির্জাপুরেই আপাতত মজে ব্রোঞ্জজয়ী তারকা

মনু ভাকর এবং 'কালিন ভাইয়া'

শেষ আপডেট: 10 September 2024 09:06

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে কার্যত ইতিহাস রচনা করেছেন ভারতের তারকা মহিলা শ্যুটার মনু ভাকর। ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে তিনি অলিম্পিক্স টুর্নামেন্টের একই ইভেন্টে জোড়া পদক জয় করেছেন। একদিকে ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। অন্যদিকে, সরবজিৎ সিংয়ের সঙ্গে মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। আর সেইসঙ্গে স্বাধীন ভারতবর্ষে এক নয়া ইতিহাস গড়ে ওঠে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে মনুর একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে বেশ কয়েকটি ব়্যাপিড ফায়ার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মনু প্রতিটা প্রশ্নের জবাব দেন।

মনু ভাকর কোন জিনিসটা একেবারে পছন্দ করেন না : নেতিবাচক মানসিকতা

চিট মিল কিংবা পছন্দের খাবার : পিৎজা!

পছন্দের গান : আই অফ দ্য টাইগার

প্রিয় অ্যাথলিট কিংবা রোল মডেল : পিভি সিন্ধু!

শেষ যে সিনেমা কিংবা শো দেখেছেন : মির্জাপুর সিজন থ্রি

শ্যুটার না হলে কোন পেশাকে বেছে নিতেন : শিক্ষকতা


মনুর এই উত্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি মনু হরিয়ানায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি তাঁর যথেষ্ট ঝোঁক ছিল। তবে শ্যুটিংয়ের পাশাপাশি বক্সিং, টেনিস এবং স্কেটিংয়েও তিনি দক্ষতা অর্জন করেছেন।


ভিডিও স্টোরি