Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Manu Bhaker

বীভৎস পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 'কাছের মানুষ', শোকে পাথর মনু ভাকর

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, দোষটা আসলে ওই চারচাকা গাড়ির ছিল।

বীভৎস পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 'কাছের মানুষ', শোকে পাথর মনু ভাকর

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মনু ভাকরের মামা এবং দিদিমা

শেষ আপডেট: 19 January 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় অলিম্পিয়ান শুটার মনু ভাকরের জীবনে শোকের পাহাড় নেমে এসেছে। রবিবার (১৯ জানুয়ারি) একটি বীভৎস পথ দুর্ঘটনায় তাঁর মামা এবং দিদিমা প্রাণ হারিয়েছেন। ঘটনাটি হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় বাইপাস রোডে রয়েছে। দুজনেই একটি স্কুটিতে চেপে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে একটি চার চাকার গাড়ি এসে ওই স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। 

অভিযুক্ত চালক ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়েছে। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। কয়েকদিন আগেই মনু ভাকর খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু, এই খবর বাড়িতে আসতেই শোকের সুনামি আছড়ে পড়েছে। মনুর পরিবার ইতিমধ্যে মহেন্দ্রগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মা'কে ভাইয়ের বাড়ি পৌঁছে দিচ্ছিলেন যুবক

ইতিমধ্যে মৃতদেহ দুটি শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম যুদ্ধবীর। সঙ্গে ছিলেন তাঁর মা সাবিত্রী দেবী। তাঁদের বাড়ি মহেন্দ্রগড়ের বাইপাস রোডেই। শনিবার সকালে তাঁরা স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। যুদ্ধবীর তাঁর মা'কে লোহারু চকে অবস্থিত ছোট ভাইয়ের বাড়ি পৌঁছে দিচ্ছিলেন। মা'কে ড্রপ করেই তাঁর ডিউটি যাওয়ার কথা ছিল। কিন্তু, পথ দুর্ঘটনাতেই সবকিছু শেষ হয়ে যায়।

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, দোষটা আসলে ওই চারচাকা গাড়ির ছিল। কলিয়ানা মোড়ে এসে গাড়িটা আচমকা পথভ্রষ্ট হয়ে যায়। এরপর সেটা ওই স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে মা-ছেলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আঘাত লাগে মাথায়। ভেসে যায় রক্তে। যদিও ওই স্কুটিকে ধাক্কা মারার পরই গাড়ির চালক পলাতক।

জাতীয় পদকজয়ী ছিলেন মনু ভাকরের দিদিমা

জানা গিয়েছে, মনুর মামার বয়স ছিল ৫০ বছর। আর দিদিমা ছিলেন আনুমানিক ৭০ বছর বয়সি। মনুর দিদিমা সাবিত্রী দেবী একজন জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। একাধিক পদকও জয় করেছেন তিনি। অন্যদিকে, যুদ্ধবীর হরিয়ানা রোডওয়েজে গাড়ি চালকের কাজ করছেন। দাদরি ডিপোয় তাঁর পোস্টিং ছিল।


ভিডিও স্টোরি