পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মনু ভাকরের মামা এবং দিদিমা
শেষ আপডেট: 19 January 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় অলিম্পিয়ান শুটার মনু ভাকরের জীবনে শোকের পাহাড় নেমে এসেছে। রবিবার (১৯ জানুয়ারি) একটি বীভৎস পথ দুর্ঘটনায় তাঁর মামা এবং দিদিমা প্রাণ হারিয়েছেন। ঘটনাটি হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় বাইপাস রোডে রয়েছে। দুজনেই একটি স্কুটিতে চেপে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে একটি চার চাকার গাড়ি এসে ওই স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
অভিযুক্ত চালক ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়েছে। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। কয়েকদিন আগেই মনু ভাকর খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু, এই খবর বাড়িতে আসতেই শোকের সুনামি আছড়ে পড়েছে। মনুর পরিবার ইতিমধ্যে মহেন্দ্রগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ইতিমধ্যে মৃতদেহ দুটি শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম যুদ্ধবীর। সঙ্গে ছিলেন তাঁর মা সাবিত্রী দেবী। তাঁদের বাড়ি মহেন্দ্রগড়ের বাইপাস রোডেই। শনিবার সকালে তাঁরা স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। যুদ্ধবীর তাঁর মা'কে লোহারু চকে অবস্থিত ছোট ভাইয়ের বাড়ি পৌঁছে দিচ্ছিলেন। মা'কে ড্রপ করেই তাঁর ডিউটি যাওয়ার কথা ছিল। কিন্তু, পথ দুর্ঘটনাতেই সবকিছু শেষ হয়ে যায়।
স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, দোষটা আসলে ওই চারচাকা গাড়ির ছিল। কলিয়ানা মোড়ে এসে গাড়িটা আচমকা পথভ্রষ্ট হয়ে যায়। এরপর সেটা ওই স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে মা-ছেলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আঘাত লাগে মাথায়। ভেসে যায় রক্তে। যদিও ওই স্কুটিকে ধাক্কা মারার পরই গাড়ির চালক পলাতক।
জানা গিয়েছে, মনুর মামার বয়স ছিল ৫০ বছর। আর দিদিমা ছিলেন আনুমানিক ৭০ বছর বয়সি। মনুর দিদিমা সাবিত্রী দেবী একজন জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। একাধিক পদকও জয় করেছেন তিনি। অন্যদিকে, যুদ্ধবীর হরিয়ানা রোডওয়েজে গাড়ি চালকের কাজ করছেন। দাদরি ডিপোয় তাঁর পোস্টিং ছিল।