Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Novak Djokovic-Andy Murray

মারের সঙ্গে ‘মধুচন্দ্রিমা’ পর্ব শেষ জোকারের

কিন্তু প্রত্যাশা পূর্ণ হয়নি। তাই ফরাসি ওপেনের ঠিক আগেই প্রায় ছয় মাসের সম্পর্ক ছিন্ন করলেন জকোভিচ ও মারে। 

মারের সঙ্গে ‘মধুচন্দ্রিমা’ পর্ব শেষ জোকারের

কোচ মারের সঙ্গে জকোভিচ

শেষ আপডেট: 14 May 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেনিসের (World Tennis) ফ্যাভ ফোর বলতে বোঝাতো রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারেকে। প্রায় দুই দশক ধরে টেনিস বিশ্বকে শাসন করেছেন এই চার মহাতারকা। এঁদের মধ্যে ফেডেরার, নাদাল ও মারে অবসর জীবনে প্রবেশ করেছেন। কিন্তু এখনও খেলে চলেছেন সার্বিয়ান জোকার।

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ (Novak Djokovic) গত বছর নভেম্বরে তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ব্রিটেনের অ্যান্ডি মারেকে (Andy Murray) কোচ (Coach) করেছিলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী গোরান ইভানোসেভিচকে সরিয়ে। মারে কোচ হয়ে আসার পর জোকারের ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, এবার হয়তো আরও বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ঢুকবে প্রিয় তারকার ক্যাবিনেটে। কিন্তু প্রত্যাশা পূর্ণ হয়নি। তাই ফরাসি ওপেনের ঠিক আগেই প্রায় ছয় মাসের সম্পর্ক ছিন্ন করলেন জকোভিচ  মারে। 

মারের সঙ্গে সার্বিয়ান তারকার চুক্তি ছিল ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত। অবশ্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সাফল্য পাননি জোকার, তবুও ভরসা রেখেছিলেন প্রাক্তন ব্রিটিশ তারকার উপর। চুক্তি শেষ হওয়ার পরও মারেই কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু ব্যর্থতার সরণি থেকে বেরোতে পারেননি জকোভিচ। তাই হয়তো এল এই সিদ্ধান্ত। 

বিশ্বের প্রাক্তন এক নম্বর জকোভিচ সোশ্যাল মিডিয়ায় মারেকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘ধন্যবাদ, কোচ অ্যান্ডি। কঠিন পরিশ্রম, মজা, সবই মনে থাকবে। গত ছ’মাস পাশে থাকার জন্য ধন্যবাদ। কোর্টের ভিতরে এবং বাইরে তোমার সাহায্য পেয়েছি। আমাদের বন্ধুত্বের উপর নির্ভর করে দারুণ উপভোগ করেছি।’’ 

শিষ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মারেও। নিজের ইন্সট্রাগ্রামে এই ব্রিটিশ তারকা লিখেছেন‘‘নোভাককে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। র দলের সমস্ত সদস্যকেও ধন্যবাদ। এই ছয় মাসে তাঁরা যথেষ্টই কঠোর পরিশ্রম করেছেন। নোভাককে আগামী মরশুমের জন্য অনেক শুভেচ্ছা।’’

আগামী সপ্তাহেই জেনেভা ওপেনে নামবেন জকোভিচ। তারপর রোঁলা গাঁরোতে নিজের চতুর্থ ফ্রেঞ্চ ওপেন খেতাব জিততে নামবেন আগামী ২৫মে তারিখে। তবে জোকার এখন এটিপি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর বর্তমান ফর্ম খুবই হতাশাজনক। সম্প্রতি মাদ্রিদ ওপেনের শুরুতেই ছিটকে যাওয়ার পরই নিজের অবসর নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ৩৭ বছরের এই সার্বিয়ান তারকা।


ভিডিও স্টোরি