ভারতের তারকা মহিলা শ্যুটার মনু ভাকর
শেষ আপডেট: 25 September 2024 06:35
দ্য ওয়াল ব্যুরো: মনু ভাকর। গত মাসেই প্যারিস অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ভারতের এই তারকা মহিলা শ্যুটার অলিম্পিক্সের একই সংস্করণে একাধিক পদক জয় করেছেন।
২০২৪ প্যারিস অলিম্পিক্সে ২২ বছর বয়সি এই অলিম্পিয়ান মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন। তবে দেশকে মনু গর্বিত করলেও সম্প্রতি তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
কারণ? দেশে ফেরার পর মনুকে সংবর্ধনা দেওয়ার জন্য একাধিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর প্রতিটা অনুষ্ঠানেই তিনি অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক দুটো নিয়ে যাচ্ছেন। যদিও ইতিমধ্যেই মনু সোশ্যাল মিডিয়া নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি ইন্টারভিউয়ে মনু বলেছেন, 'দুটো পদকই আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব না বলুন তো?' পাশাপাশি তিনি এও খোলসা করেছেন যে প্রত্যেকটা অনুষ্ঠানেই আয়োজকবৃন্দ তাঁকে পদক দুটো নিয়ে যাওয়ার অনুরোধ করেন। সেই অনুরোধ ফেলতে পারেন না তিনি।
অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতের এই মহিলা শ্যুটার বললেন, 'দেশের জন্য জেতা এই পদক দুটো প্রত্যেকেই দেখতে চায়। সেকারণেই আমি সঙ্গে করে নিয়ে যাই। এমনকী, আমার কাছে এই অনুরোধও করা হয় যে দয়া করে পদকটা সঙ্গে করে নিয়ে আসবেন। আর নিয়ে যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে একাধিক ছবি তোলা হয়।'
গত সপ্তাহে এনডিটিভি যুব কনক্লেভে এসেছিলেন মনু ভাকর। সেখানে তিনি ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সাফল্যের রাস্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জোড়া ব্রোঞ্জ পদক জিতে তিনি যে কতটা উচ্ছ্বসিত, সেটাও জানাতে ভুললেন না।
মনু বললেন, 'আমি অন্য কারোর মতো একেবারে হতে পারব না। সময় যতই খারাপ আসুক না কেন, আমি আমার মতোই থাকব।'
শ্যুটিং ছাড়া আর কী করতে ভাল লাগে? জবাবে মনু বললেন, 'শ্যুটিংই আমার জীবন। এটাই আমি ভালবাসি। যতদিন পারব এই শ্যুটিং চালিয়ে যাব। দেশের জন্য আরও বেশি পদক জয়ের চেষ্টা করব। এছাড়া আমি নতুন নতুন পোশাক পরতে ভালবাসি। তবে শ্যুটিংকেই আমি জীবনে সবথেকে বেশি প্রাধান্য দিই।'