Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের
India medals in Paris Paralympics

সবচেয়ে বেশি পদক পেয়ে ইতিহাস টিম ইন্ডিয়ার! প্যারিস প্যারালিম্পিক্সে চুরমার টোকিওর রেকর্ড

এবারের প্যারালিম্পিক্স টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

সবচেয়ে বেশি পদক পেয়ে ইতিহাস টিম ইন্ডিয়ার! প্যারিস প্যারালিম্পিক্সে চুরমার টোকিওর রেকর্ড

প্যারিস প্যারালিম্পিক্সে সোনার পদক জয় করেছেন অবনী লেখরা

শেষ আপডেট: 4 September 2024 06:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এই টুর্নামেন্টের ষষ্ঠ দিন ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছেন। এই পাঁচটি পদকের পাশাপাশি ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২০। ইতিপূর্বে কোনও প্যারালিম্পিক ইভেন্টে ভারত এই সংখ্যক পদক জয় করতে পারেনি। প্রসঙ্গত, ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ১৯টি পদক জয় করেছিল।

ষষ্ঠ দিনে ৫ পদক জয়


এই টুর্নামেন্টের ষষ্ঠ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছে। প্রথম পদকটি ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দীপ্তি জীবাঞ্জি জয় করেন। এই ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এরপর পুরুষদের এফ-৪৬ ক্যাটাগরির জ্যাভেলিন থ্রো ইভেন্টে ভারতের দুই অ্যাথলিট পদক জয় করেছেন। এই ইভেন্টে অজিত সিং রুপো এবং সুন্দর সিং গুর্জর ব্রোঞ্জ পদক জয় করেছেন।

পুরুষদের টি-৪২ ক্যাটাগরির হাই জাম্প ইভেন্টেও ভারতের দুই অ্যাথলিট দুর্দান্ত পারফরম্যান্স করে রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করেছেন। একদিকে যেখানে শরদ কুমার রুপো জিতলেন, অন্যদিকে মারিয়াপ্পান থাঙ্গাবেলু ব্রোঞ্জ পদক জয় করলেন। এই ইভেন্টে ভারতীয় অ্যাথলিট রিঙ্কু পঞ্চম স্থান অর্জন করেন।

ভারতের এখনও পর্যন্ত ২০ পদক জয়


এবারের প্যারালিম্পিক্স টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। গত ২ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট ১৩টি পদক জয় করেছেন। অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টনে ভারত পাঁচটি করে পদক জয় করেছে। ২০ পদক জয় করে ভারত আপাতত পয়েন্ট তালিকায় ১৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিন, দ্বিতীয় স্থানে ব্রিটেন এবং আমেরিকা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।


ভিডিও স্টোরি