“অসাধারণ কৃতিত্ব। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার পার করে নিজের কেরিয়ারের সেরা থ্রো নীরজ চোপড়ার। ওকে অভিনন্দন জানাই। ধারাবাহিক একাগ্রতা, শৃঙ্খলা ও আবেগের ফসল এই সাফল্য। ভারত উচ্ছ্বসিত ও গর্বিত।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নীরজ চোপড়া
শেষ আপডেট: 17 May 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: ‘সোনার ছেলে’র (Golden Boy) সব কিছু থাকলেও একটা জিনিসের অভাব ছিল। অলিম্পিক্সে একটি সোনা ও একটি রুপো, বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব, একাধিক ডায়মন্ড লিগের সাফল্য, জাতীয় রেকর্ড- সবই ছিল নীরজ চোপড়ার (Neeraj Chopra) ক্যাবিনেটে। কিন্তু তাঁর বর্শা (Javelin) ৯০ মিটার দূরত্ব (90 Meters Distance) অতিক্রম করতে পারেনি। গোটা দেশের সঙ্গে তাঁকেও এই অভাবটা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। অপেক্ষার প্রহর ক্রমশ বাড়ছিল।
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করল নীরজের জ্যাভলিন। যদিও সোনা অবশ্য আসেনি, দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। কিন্তু তাতে কী, বহু বছরের তপস্যার তো ফল এসেছে।
গত কয়েকদিন ধরে সর্বভারতীয় মিডিয়া মানেই ছিল, পহেলগাম, অপারেশন সিন্দুর, ভারত-পাকিস্তান সম্পর্ক, আইপিএল, রোহিত-বিরাটের অবসর। এবার তাতে ভাগ বসালেন নীরজ চোপড়া। গোটা দেশ এখন ‘সোনার ছেলে’কে নিয়ে গর্বিত। যে নেটিজেনরা কয়েকদিন আগেই নীরজের সঙ্গে পাক জ্যাভলার আরশাদ নাদিমের সম্পর্ক নিয়ে খড়্গহস্ত হয়েছিলেন, তাঁরাই আজ উচ্ছ্বসিত পানিপথের জ্যাভলারকে নিয়ে।
গোটা দেশের সঙ্গে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। নীরজকে শুভেচ্ছা (Congratulates) জানিয়েছেন তিনি, সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন পরিশ্রমের কোনও বিকল্প নেই।
A spectacular feat! Congratulations to Neeraj Chopra for breaching the 90 m mark at Doha Diamond League 2025 and achieving his personal best throw. This is the outcome of his relentless dedication, discipline and passion. India is elated and proud. @Neeraj_chopra1 pic.twitter.com/n33Zw4ZfIt
— Narendra Modi (@narendramodi) May 17, 2025
শুক্রবার দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) ভারতীয় তারকা যে কীর্তি গড়েছেন তা ইতিহাসের পাতায় চলে যাবে। জীবনে প্রথমবারের জন্য ৯০ মিটারের বেশি থ্রো করে দেশের নাম আরও উজ্জ্বল করলেন নীরজ চোপড়া। এদিন তৃতীয় প্রচেষ্টায় নীরজ জ্যাভেলিন ছোঁড়েন ৯০.২৩ মিটার দূরে।
এর আগে প্যারিসে নীরজ ৯০ মিটারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে তখন তা ছুঁতে বা টপকাতে পারেননি। যদিও চেষ্টা জারি ছিল। শেষমেশ ২০২৫ সালের দোহা ডায়মন্ড লিগ তাঁর স্বপ্ন পূরণ করল। পাশাপাশি আরও গর্বিত করল দেশকেও।
২০২০ টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এরপর ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তিনি রুপো জেতেন ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে। তবে তাঁর কেরিয়ারে এতদিন সবথেকে ভাল স্কোর ছিল ৮৯.৯৪, যা তিনি করেছিলেন স্টকহোম ডায়মন্ড লিগ (২০২২)-এ। শুক্রবার সেই রেকর্ড তো ভাঙলেনই, পাশাপাশি টপকালেন ৯০ মিটারের গণ্ডি।
তবে ৯০.২৩ মিটার দূর জ্যাভলিন ছুড়েও বেশিক্ষণ শীর্ষস্থানে থাকতে পারেননি নীরজ। তাঁকে টপকে যান জার্মান অ্যাথলিট জুলিয়ান ওয়েবার। তিনি ছোড়েন ৯১.০৬ মিটার।
নীরজের প্রশংসায় মুখর হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অসাধারণ কৃতিত্ব। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার পার করে নিজের কেরিয়ারের সেরা থ্রো নীরজ চোপড়ার। ওকে অভিনন্দন জানাই। ধারাবাহিক একাগ্রতা, শৃঙ্খলা ও আবেগের ফসল এই সাফল্য। ভারত উচ্ছ্বসিত ও গর্বিত।”