Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাট
Bajrang Punia Banned

নির্বাসিত ৪ বছর, শেষ হয়ে গেল বজরং পুনিয়ার কেরিয়ার?

বজরংয়ের দাবি, ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির বিরোধিতা করার জন্যই তাঁকে এমনভাবে ফাঁসানো হল।

নির্বাসিত ৪ বছর, শেষ হয়ে গেল বজরং পুনিয়ার কেরিয়ার?

চার বছরের জন্য নির্বাসিত বজরং পুনিয়া

শেষ আপডেট: 27 November 2024 09:15

দ্য ওয়াল ব্যুরো : অলিম্পিক্সে ভারতের হয়ে জয় করেছিলেন ব্রোঞ্জ পদক বজরং পুনিয়া। কিন্তু, ভারতের এই তারকা কুস্তিগীরকে ৪ বছরের জন্য নির্বাসিত করল জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (NADA)। গত ১০ মার্চ বজরং পুনিয়ার থেকে মুত্রের নমুনা চেয়েছিল NADA। কিন্তু, নমুনা দিতে চাননি বজরং। আর সেকারণেই NADA তাঁকে নির্বাসিত করেছে।

আগামী ৪ বছর কুস্তিতে অংশগ্রহণ করতে পারবেন না

NADA-র এই নির্বাসনের কারণে বজরং পুনিয়া আগামী ৪ বছর পর্যন্ত কোনও কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এই প্রসঙ্গে বজরংয়ের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, যে কিট দিয়ে পরীক্ষা হবে বলে জানানো হয়, সেটা এক্সপায়ার হয়ে গিয়েছিল। সেকারণেই তিনি মুত্রের নমুনা দিতে কিছুটা ইতস্তত করেছিলেন।

প্রথমে কবে হয়েছিলেন নির্বাসিত?

গত ২৩ এপ্রিল জাতীয় ডোপিং বিরোধী সংস্থা বজরং পুনিয়াকে প্রথমবার নির্বাসিত করে। এরপর UWW তাঁকে ফের সাসপেন্ড করে। তবে গত ৩১ মে NADA বজরংয়ের উপর থেকে যাবতীয় নির্বাসন তুলে নিয়েছিল। এরপর ২৩ জুন বজরংয়ের উপর আবারও অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই চ্যালেঞ্জ জানিয়েছিলেন বজরং। গত ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর এই মামলার শুনানি হয়েছিল।

দোষী সাব্যস্ত হন বজরং

শুনানির পর জানিয়ে দেওয়া হয় যে বজরং ডোপ করেছিলেন। আর সেকারণেই তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করা হয়। বজরংয়ের দাবি, ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির বিরোধিতা করার জন্যই তাঁকে এমনভাবে ফাঁসানো হল। তিনি স্পষ্ট জানান, কখনই নমুনা দিতে তিনি অস্বীকার করেননি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি NADA-র কাছে অভিযোগও করেছিলেন যে এক্সপায়ার হয়ে যাওয়া কিটে নমুনা গ্রহণ করা হয়।


ভিডিও স্টোরি