আমেরিকার প্যারা অ্যাথলিট আলেকজান্দ্রা ট্রুইট
শেষ আপডেট: 6 September 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: মনের জোর থাকলে জীবনে কোনও প্রতিবন্ধকতাই বাধা সৃষ্টি করতে পারে না। এই আপ্তবাক্যটা আরও একবার প্রমাণ করে দিলেন আমেরিকার প্যারা অ্যাথলিট আলেকজান্দ্রা ট্রুইট। প্যারিস প্যারালিম্পিক্সে রুপোর পদক জয় করে তিনি গোটা বিশ্বের অ্যাথলিটদের অনুপ্রাণিত করেছেন।