শেষ আপডেট: 11th August 2018 12:07
সারদা, নারদ গেল পেছনে, ফার্স্ট বেঞ্চে মেরুকরণ মন্ত্র
শঙ্খদীপ দাস
সারদা, নারদ, রোজভ্যালি তদন্ত বসল সেকেন্ড বেঞ্চে! উনিশের ভোট আসছে, তার আগে বাংলায় মেরুকরণের রাজনীতিকেই ফার্স্ট বেঞ্চে বসালেন বিজেপি সভাপতি অমিত শাহ! তার উপাদান কী কী? বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করো, গর্ব ও ঐতিহ্যের সঙ্গে সরস্বতী পুজো করো। দুর্গাপুজোর বিসর্জনে বাধা দিলে সচিবালয়ের ‘ইট সে ইট’ বাজিয়ে দাও! পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাংলায় মেরুকরণের রাজনীতির জমি অনেক আগে থেকেই চষে রেখেছে তৃণমূল সরকার। এবং অতীতে বামেরাও। তা ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রাথমিক লক্ষ্যই হল সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে অটুট রাখা। সে জন্য ইমাম ভাতা দেওয়া থেকে শুরু করে চেষ্টার কোনও কসুর রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।