Latest News

Horoscope 2023: মন্দ কাটবেনা ২০২৩, কী বলছে আপনার রাশিফল!

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর ২০২৩ আসতে আর মাত্র কয়েকটি দিন বাকি। অনেক আশা নিয়ে নতুন বছরের দিকে তাকিয়ে আছি আমরা। নতুন বছরে সবার একটাই প্রার্থনা, সব অপূর্ণ আশা পূর্ণ হোক। নতুন বছরে আপনার ভাগ্যাকাশে ঠিক কী কী ঘটতে পারে, গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে তা আগেই জানিয়ে দিয়েছে জ্যোতিষশাস্ত্র। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র কেবল সম্ভাবনার কথা জানায়, ঘটবেই তা কিন্তু দাবি করে না। আপনার সাফল্যের সম্ভাবনা যেমন জানায়, ঠিক তেমনই আসন্ন বিপদ সম্পর্কে আগেই সতর্ক করে দেয় আপনাকে। যাতে আপনি সমস্যার সমাধানের জন্য তৈরি থাকেন। তাই নতুন বছর আসার আগেই একবার চোখ বুলিয়ে নিন আপনার ও আপনার প্রিয়জনদের বার্ষিক রাশিফলে (Horoscope 2023)।

horoscope 2023

মেষ রাশি (Aries)

আপনি সাধারণত নিজের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং যে কোনও কাজে নিজের সামর্থ্যকে উজাড় করে দেন। এই গুণ দুটিই আপনাকে অনেক কঠিন যুদ্ধে জিতিয়ে দেয়। আপনার জন্য কিন্তু ২০২৩ সালও কঠিন হতে চলেছে। জীবনে উত্থান ও পতন আসবে। কিন্তু তা হবে ক্ষণস্থায়ী। কারণ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে বৃহস্পতি। তাই আর্থিক উন্নতির যোগ আছে। আগামী বছরের প্রথম নয় মাস, আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সাফল্য এনে দিলেও, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শেষ তিন মাস। এই সময় আপনাকে সংযমী হতে হবে। মেজাজ হারানো চলবে না। তবে ২০২৩ সাল, আগামী জীবনের জন্য আপনাকে তৈরি করে দিয়ে যাবে।

horoscope 2023

বৃষ রাশি (Taurus)

একাগ্রতা ও পেশাদারি মনোভাব আপনার সাফল্যের অন্যতম কারণ। হয়ত এর জন্যেই আগামী বছরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনাকে বেশি সংগ্রাম করতে হবে না। এছাড়া বৃহস্পতি ও শুক্র গ্রহ আপনার স্বপক্ষে থাকবে। তবে পুরো বছরটাই মসৃণ কাটবে না। রাহুর জন্যে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। কিন্তু তা সামান্য সময়ের জন্য। শেষমেশ জয়ী হবেন আপনিই। কারণ আপনাকে রক্ষা করবে কেতু।

Gemini

মিথুন রাশি (Gemini)

আপনি দ্বৈতসত্তার অধিকারী। যেটি একই কাজের ক্ষেত্রে দুটি ভিন্ন সিদ্ধান্ত উপস্থিত করে। ফলে অনেক সময় আপনার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। কিন্তু ২০২৩ সাল আপনার কাছে আশীর্বাদ হয়ে আসছে। আপনার ব্যক্তিত্বে এক অসামান্য বদল আসতে চলেছে। আগামী বছরে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হলেও, দ্বৈতসত্তাকে সরিয়ে রেখে, নির্ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করবেন আপনি। অন্যের ওপর ভরসা না করে, কঠিন পরিস্থিতিতে খুঁজে নেবেন সেরা সিদ্ধান্তটি। শনি আপনাকে বুঝিয়ে দেবে, আপনার স্বার্থরক্ষার ক্ষেত্রে আপনিই সেরা। এছাড়া মঙ্গল ও শুক্র আপনার স্বপক্ষে থাকবে। তাই পরিবারে বিরাজ করবে সুখ শান্তি। তবে মিথুন রাশির জাতকদের শরীরের যত্ন নিতে হবে। না হলে সমস্যায় পড়তে পারেন।

Cancer

কর্কট রাশি (Cancer)

আপনি নিজের বৃত্তে থাকতে ভালোবাসেন। কিন্তু ২০২৩ সালে সম্ভবত সেটা হবে না। শনি চাইবে আপনার মনকে ভিন্ন পথে চালিত করতে। সম্পর্কে আসতে পারে উত্থান-পতন, বাড়তে পারে মানসিক চাপ। কিন্তু ঠিক সময়ে এগিয়ে আসবে কেতু। সাফল্যের পথ দেখিয়ে দেওয়ার জন্য। সারা বছর, সব কাজে নিজের সেরাটা উজাড় করে দেবেন। নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখবেন। সাফল্য আসবেই। তবে নতুন বছরে আপনাকে গ্রাস করতে পারে দ্বিধা ও দ্বন্দ্ব। সেই সময় দ্রুত সিদ্ধান্ত নেবেন না। পরিস্থিতিকে খুব ভালোভাবে লক্ষ্য করুন। চিন্তা করবেন না। আপনার পাশে থাকবে বৃহস্পতি। তাই আর্থিক দিক থেকে সাফল্য আসবে। পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে।

Leo

সিংহ রাশি (Leo)

আপনি সাহসী। তাই আপনার কাছে কোনও সমস্যা কঠিন হতে পারে, কিন্তু অপরাজেয় নয়। তাই আগামী বছর কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলেও, পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। আপনার কাছে ২০২৩ শুভ হতে চলেছে। কিন্তু তারজন্য আপনাকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। শুক্র ও বৃহস্পতির আশীর্বাদ আপনার ওপর থাকবে। কিন্তু শনি ও রাহু আপনাকে পিছনে ঠেলতে চাইব। তাই সবসময় সতর্ক নজর রাখুন খরচ, মানসিক চাপ ও স্বাস্থ্যের ওপর। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। যা আছে সেটা উপভোগ করুন, যা নেই সেটার জন্য মন খারাপ করবেন না।

Virgo

কন্যা রাশি (Virgo)

আপনি রাশিচক্রের সবচেয়ে বুদ্ধিমান জাতক। যদিও আপনি সবক্ষেত্রেই নিখুঁত, তা কিন্তু বলা যাবে না। তাই ২০২৩ সাল আসছে আপনাকে সতর্ক করার জন্য। আগামী বছর মঙ্গল (Mars) ও বুধ (Mercury) আপনাকে এনে দেবে পর্যাপ্ত সুযোগ। কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না। জ্যোতিষশাস্ত্রের এই ছোট্ট উপদেশ আপনার জীবনে টনিকের কাজ করতে পারে। অপুর্ণ কিছু সাধ মিটতে পারে নতুন বছরে। পরিকল্পনা ছাড়াই কোনও অসাধ্য কাজ করে ফেলতে পারেন। তবে বছরের শেষ দিকে একটু সতর্ক থাকতে হবে। কারণ কেতু সেই সময় সক্রিয় থাকবে। আর্থিক বিষয়ে ও সম্পর্কের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে কোনও সমস্যাই আপনাকে নাস্তানাবুদ করতে পারবেনা। তাই আনন্দে কাটান ২০২৩।

Libra

তুলা রাশি (Libra)

আপনি সাধারণত শান্ত স্বভাবের। জীবনের সবক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলেন বলেই সাফল্য আসে আপনার দুয়ারে। ২০২৩ সাল আপনার জন্য সত্যিই কিন্তু সৌভাগ্য, সুযোগ ও স্থায়ী সম্পদ নিয়ে আসছে। তবে আপনাকে কিছু পরীক্ষার সামনে দাঁড়াতে হবে শনি ও রাহুর জন্য। আপনার জীবনের ভারসাম্য নড়িয়ে দেওয়ার চেষ্টা করবে গ্রহগুলি। সম্পর্কের অবনতি এবং আর্থিক ক্ষতি হতে পারে। কমতে পারে জনপ্রিয়তা। পড়তে পারেন অসহায় পরিস্থিতিতেও। সেই পরিস্থিতিতে কিন্তু ইগো বিসর্জন দিয়ে, অন্যের সাহায্য নিয়ে নেবেন। তবে দুশ্চিন্তা করবেন না, ২০২৩ কিন্তু আপনার মন্দ কাটবে না। অন্তত অনান্য রাশির জাতকদের থেকে ভালো কাটবে। কর্মজীবীদের জন্য রয়েছে একটি সুখবর। বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা আছে।

Scorpio

বৃশ্চিক রাশি (Scorpio)

আপনি সাধারণত নিজের ভাবজগতে থাকতে ভালোবাসেন। ২০২৩ সালেও আপনি সেভাবেই থাকবেন এবং খুশি থাকবেন। কারণ বৃহস্পতি (Jupiter) আগামী বছরে আপনার বেশ কিছু ইচ্ছা পুরণ করে দেবে। অন্যদিকে জীবনের কিছু দিকে প্রভাব ফেলবে শনি। সেদিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তবে ভালো ও মন্দের সম্মিলিত প্রভাব আপনার দৃষ্টিভঙ্গি এক অনবদ্য পরিবর্তন আনতে চলেছে। তাই ২০২৩ হবে, আপনার চোখ খুলে দেওয়ার বছর। কিন্তু এই বছরে কোনও কাজ দ্রুত করতে যাবেন না। ধীরে সুস্থে সময় নিয়ে করুন। ধৈর্য না হারালে, এই বছর কিন্তু আপনাকে অনেক কিছু দিতে পারে। শনি ও রাহু কিছুটা সমস্যায় ফেললেও বৃহস্পতি তুঙ্গে থাকায় সাফল্য আসবেই। তবে স্বাস্থের ব্যাপারে সচেতন থাকতে হবে।

Sagittarius

ধনু রাশি (Sagittarius)

২০২৩ আপনার জীবনের অন্যতম সেরা বছর হতে যাচ্ছে। কারণ আগামী বছরে ধনু রাশির জাতকরা শুক্র (Venus) ও বৃহস্পতির (Jupiter) আশীর্বাদ পাবেন। সব কাজে সাফল্য আসবে। অনেক কৃতিত্বের অধিকারী হবেন। মনে হবে জীবন কি সহজ। তবে কেতু কিন্তু আপনাকে অনেক কিছু থেকে বিরত রাখার চেষ্টা করবে। যেমন অসৎ সঙ্গ থেকে দূরে রাখবে। তার জন্য হয়ত কিছু সম্পর্কে অবনতি দেখা দিতে পারে। তবে যা হবে ভালর জন্যই হবে। একই সঙ্গে কেতু আপনাকে দেখিয়ে দেবে সঠিক পথ। তবে কোনও ঝুঁকিপুর্ণ কাজ করার চেষ্টা করবেন না আগামী বছর। এছাড়াও সতর্ক নজর রাখতে হবে সন্তানদের স্বাস্থ্য ও পড়াশুনার ওপর। নিশ্চিন্তে থাকুন বছরটা ভালো যাবে আপনার।

Capricorn

মকর রাশি (Capricorn)

২০২৩ সালে আপনার জীবনে বাধা বিপত্তি আসবে এবং যাবে। কারণ মকর রাশির জাতকেরা এই বছর কিছুতেই হাল ছাড়বেন না। নিজের ওপর বিশ্বাস রেখে ও নীতির ওপর ভরসা করে সব সমস্যাকে অতিক্রম করবেন। অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হবে ২০২৩ সালে। আর্থিক দিক থেকে নিশ্চিন্তে থাকবেন। কিন্তু শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। সমস্যা আসতে পারে পারিবারিক জীবনেও। সাফল্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে শনি, কিন্তু পাশে থাকবে বৃহস্পতি। নানান দিক থেকে রক্ষা করবে আপনাকে। আপনার কাছেও ২০২৩ শুভ হতে চলেছে। তবে কোনও কাজ অতিদ্রুত করতে গেলে বিরূপ ফল মিলতে পারে। তাই কোনও কাজ শর্টকার্টে সারার চিন্তা পরিহার করুন।

Aquarius

কুম্ভ রাশি (Aquarius)

আপনি অন্য রাশির জাতকদের তুলনায় একটু বেশি প্রগলভ। একটু ভেবে চিন্তে কাজ করলে, ২০২৩ সাল আপনার কাছে শুভ হয়ে উঠতে পারে। তবে আপনাকে ঠিক সময়ে সর্বশক্তি নিয়োগ করতে হবে। মন সায় না দিলে, কোনও কাজে হাত দেবেন না। কোনও সতর্কবাণীকে এড়িয়ে যাবেন না। তবে আপনার পারিবারিক জীবনকে আনন্দে রাখবে সূর্য ও মঙ্গল। না পাওয়া কিছু মিলতে পারে ২০২৩ সালে। তবে আপনার ওপর রাহু ও কেতুর প্রভাব থাকায়, পড়তে হবে কিছু সমস্যায়। কিন্তু সব সমস্যার সমাধানের পথ আপনিই খুঁজে নেবেন। বছরের শেষ তিন মাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আপনার সব সিদ্ধান্তই যে সঠিক হবে তা কিন্তু নয়। তবে ভেঙে পড়বেন না। নিজেকে গুছিয়ে নিয়ে, আবার চেষ্টা করুন। সাফল্য আসবেই। আর একটি বিষয়েও কিন্তু আপনাকে সতর্ক করছে জ্যোতিষশাস্ত্র। সেটা হল স্বার্থপরতা পরিহার করুন, না হলে বছরটা কিন্তু বিষময় হয়ে উঠতে পারে আপনার কাছে।

Pisces

মীন রাশি (Pisces)

গতবছর যা পেয়েছেন তার জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন। আপনার দ্বৈতসত্তার কারণে, ২০২৩ আপনার মধ্যে হতাশার বীজ বপন করতে পারে। আপনার দ্বৈতসত্তার সক্রিয়তা বাড়িয়ে দিতে চেষ্টা করবে শনি ও রাহু। আপনার শান্তিপুর্ণ জীবনকে অশান্তিতে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু কোনও চিন্তা করবেন না। কারণ বৃহস্পতি, মঙ্গলের কৃপাদৃষ্টিতে সব সমস্যা থেকে দ্রুত মুক্ত হবেন। তবে কোনও কাজ শুরু করলে, সর্বশক্তি নিয়োগ করবেন। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। অর্থ ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিলেও তা হবে ক্ষণস্থায়ী। আপনার রাশিফল বলছে ২০২৩ সালে আপনি পেতে পারেন এমন কিছু সুসংবাদ, যা আপনি আশা করেননি।

আরও পড়ুন: দন্ডকারণ্যের ‘ভালুবাবা’, যাঁর ভজন শুনতে জঙ্গল থেকে বেরিয়ে আসে বুনো ভাল্লুকেরা!


You might also like