সংগৃহীত ছবি
শেষ আপডেট: 6th January 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের মানুষজনকে না পসন্দ। সেজন্য দেশের কোথাও ঘুরতেই গেলেন না ব্যক্তি। বাইরে ঘুরতে গিয়েও উত্তর ভারতের লোকজনের ব্যবহারেই বিরক্ত হলেন। গোটা বিষয়টি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর দু'ভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া। উঠল সমালোচনার ঝড়।
পডকাস্ট সঞ্চালক রবি হান্ডা। নিউ ইয়ারের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন ভিয়েতনাম। তাঁর পছন্দের তালিকায় দুটো জায়গা ছিল। এক ভিয়েতনাম, দুই গোয়া। গোয়াকে সরিয়ে ভিয়েতনাম বেছে নেন তিনি। কারণ হিসেবে যা জানালেন, সেই নিয়েই শুরু হয় বিতর্ক।
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, কিছু উত্তর ভারতীয় পর্যটকদের আচরণ তাঁকে বিরক্ত করেছে এবং সেজন্য তিনি খুবই বিরক্ত হন।
I went to Vietnam for the new year break, and Goa was a choice. But not for the reasons any of you people on twitter go bonkers about.
— Ravi Handa (@ravihanda) January 5, 2025
Goa has too many North Indian tourists and they ruin the experience.
Even in Vietnam, the only bad behavior was from North Indian tourists.… https://t.co/CHiZeVRgoT
ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, ভিয়েতনামের একটি ট্রেনে তিনি একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। ভারতীয় যাত্রীরা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিয়ে হৈ চৈ করছিলেন। তিনি আরও উল্লেখ করেন, কয়েকজন উত্তর ভারতীয় পর্যটক অশালীন আচরণও করেন তাঁর সঙ্গে।
হান্ডা তাঁর পোস্টে লেখেন, 'নিউ ইয়ারের ছুটিতে আমি ভিয়েতনামে গিয়েছিলাম, গোয়া ছিল আরেকটি অপশন। তবে আমি গোয়া যাইনি, কারণ গোয়ায় উত্তর ভারতীয় পর্যটকদের কারণে অভিজ্ঞতা ভাল নয়। এমনকি ভিয়েতনামেও আমি শুধু উত্তর ভারতীয়দেরই খারাপ আচরণ করতে দেখেছি।'
তাঁর এই মন্তব্যগুলি দীপক শেনয়ের বলে একজন টুইটে শেয়ার করেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় পর্যটকদের বিদেশে আচরণ, একে অপরের প্রতি সম্মান নিয়ে আলোচনা শুরু হয়। কিছু মানুষ হান্ডার মন্তব্যের সঙ্গে একমত হলেও, অনেকে তাঁকে উত্তর ভারতীয়দের বিরুদ্ধে আগ্রাসী আচরণ করার জন্য সমালোচনা করতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে দেখতে বলেন।
একজন কমেন্ট করে লেখেন, 'উত্তর ভারতের সকলকে এক সারিতে ফেলে দেওয়া ঠিক নয়।' অন্য আরেকজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে হান্ডার পাশে দাঁড়ান। লেখেন, 'ইউরোপের একটি ট্রেনে আমারও এমন অভিজ্ঞতা হয়। সবাই চুপ থাকলেও উত্তর ভারতীয়রা হইচই করতে শুরু করেন। যা দেখে রীতিমতো লজ্জা লেগেছিল ভারতীয় হিসেবে।'