শেষ আপডেট: 24th March 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: পরিস্থিতি যতই জটিল হোক, মাথা ঠান্ডা রাখলে যে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা যায়, তেমন উদাহরণের শেষ নেই। সেরকমই একটা ঘটনা খাস রাজধানীতেও (Delhi)। নেপথ্যে হানি পিপাল (Honey Pipal) নামে এক মহিলা। ঘটনাটা কী? কেন তাঁকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চা?
গুরুগ্রাম থেকে ক্যাবে (Cab) চড়ে ফিরছিলেন হানি। আচমকাই পথে উবার চালক (Uber driver) অসুস্থ হয়ে পড়েন। বিপদ তো আর বলে কয়ে আসে না! মাথা ঠান্ডা রেখে ঠিক সেই সময় নিজেই স্টিয়ারিং ধরেন হানি। চালককে পেছনের সিটে বসিয়ে নিজেই গাড়ি চালালেন মহিলা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। যা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় তুমুল জ্যাম। স্টিয়ারিং-এ হানি আর পাশে রয়েছেন তাঁর ঠাকুমা। পিছনের সিটে হানির মা-মেয়ের পাশে বসে সেই অসুস্থ ক্যাবচালক।
View this post on Instagram
কী ঘটেছিল সেদিন গুরুগ্রাম থেকে ফেরার পথে?
রাস্তায় গাড়ির চালক অসুস্থ হয়ে পড়লে হানি ঠান্ডা মাথায় চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি নিজেই গাড়ি চালাবেন। রাস্তায় যখন জ্যাম, সেই সুযোগেই হানি তাঁর ফোনে একটি ভিডিও করেন। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি সবাইকে বলব যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। ড্রাইভিংয়ের মতো দরকারি কিছু জিনিসও জেনে রাখা উচিত, তাহলে দরকারে আপনিও কারও সাহায্যে আসতে পারবেন।’
খানিক পরে চালক একটু সুস্থ বোধ করলে হানি তাঁকে জিজ্ঞাসা করেন তিনি ঠিক আছেন কি না। হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, কেমন গাড়ি চালিয়েছেন তিনি? উত্তরে ক্যাবচালক হেসে উত্তর দেন, ‘খুব ভাল’।
হানি পিপাল পেশায় একজন মেকআপ আর্টিস্ট। মেয়ে আমায়রার নামে তাঁর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। গাজিয়াবাদে ওই নামেই একটি বিউটি পার্লার চালান তিনি।
সোশ্যাল মিডিয়ায় অনেকে মহিলার উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। একজন বলেছেন, ‘একদম ঠিক বলেছেন, সবার জানা উচিত কী করে ড্রাইভ করতে হয়’। কেউ বলেছেন, ‘দিদি, খুব ভাল করেছেন। মানবিকতা সবার আগে থাকা উচিত।’
তবে এই ঘটনায় কিছু উল্লেখযোগ্য দিক আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে। এখন অনেকেই যাতায়াতের সুবিধার জন্য ক্যাব, বাইক ব্যবহার করে থাকেন। এরকম পরিস্থিতে সুরক্ষার জন্য কী করা উচিত, বিশেষত যাঁরা ড্রাইভ করতে পারেন না! সেক্ষেত্রে বিকল্প হিসেবে কী করা যেতে পারে বা ভাবা যেতে পারে, তা নিয়েও আলোচনা হচ্ছে।