শেষ আপডেট: 23rd October 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: মরুভূমিতে উট থাকবে এটাই স্বাভাবিক! তা বলে উবেরের মাধ্যমে উট অর্ডার! এক তরুণীর মিনিট খানেকের ভিডিও ঘিরে শোরগোল নেট পাড়ায়।
ভিডিওয় দেখা যাচ্ছে, উবেরের মাধ্যমে উট অর্ডার করছেন এক তরুণী! অর্ডারের কিছুক্ষণ পর এক ব্যক্তি উট নিয়ে হাজিরও! নিজেকে 'উবের ক্যামেল ড্রাইভার' হিসেবে পরিচয়ও দিলেন।
সোশ্যাল মাধ্যমে ভাইরাল ভিডিও। যেখানে ওই তরুণীর দাবি, দুবাইয়ের মরুভূমিতে আটকে থাকার সময় তিনি উবেরের মাধ্যমে উট অর্ডার করেছিলেন। ইতিমধ্যে ২ লক্ষরও বেশি নেট নাগরিক ভিডিওটি শেয়ার করেছেন।
তবে ঘটনাটি আদৌ দুবাইয়ের মরুভূমির কিনা, তা নিয়ে নেট নাগরিকদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। ভাইরাল ভিডিওর শুরুতে তরুণীর পিছনে দেখা যাচ্ছে একটি রাস্তা। সেটি দিয়ে গাড়ি যাতায়াতও করছে। তাঁদের মতে, নিজের ভিডিওকে ভাইরাল করার উদ্দেশেই এমনটা করেছেন ওই তরুণী। তবে অনেকের প্রশংসাও কুড়িয়েছে ভিডিওটি।
ভিডিওয় ওই তরুণীকে বলতে শোনা যাচ্ছে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর মরুভূমির শুষ্ক পরিবেশে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিলেন। তখনই মোবাইলে উবের অ্যাপে সার্চ করতে গিয়ে তাঁরা উটের খোঁজ পান। এমনকী অর্ডার করার কিছু পরেও এক যুবক উট নিয়ে হাজিরও হয়। এরপর তরুণীকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় সে!
View this post on Instagram
ভিডিওয় 'উবের ক্যামেল ড্রাইভার'কে বলতে শোনা যাচ্ছে, 'আমি উবের উট চালাই! আমি হারিয়ে যাওয়া লোকদের সাহায্য করি।'
তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রসিকতার সুরে এক নেট নাগরিক লিখেছেন, 'নিরাপত্তার কারণে নম্বর প্লেটটি পরীক্ষা করা উচিত!' আর একজন লিখেছেন, 'মনে হচ্ছে না আপনি মরুভূমির মাঝখানে আছেন! আমরা ঠিক আপনার পিছনে রাস্তা দেখতে পাচ্ছি. এবং আপনি শারজাতে আছেন। কারণ দুবাইতে কোন লাল টিলা নেই।''
অপর এক নেট নাগরিক তরুণীর ভিডিওর প্রশংসা করে লিখেছেন, 'এভাবে না করলে লোকে ভিডিও দেখবেই বা কেন? বেশ ভাল!'