শেষ আপডেট: 13th August 2022 13:42
দ্য ওয়াল ব্যুরো: বিরাট গোখরোর (Cobra) মুখ থেকে ছেলেকে (Son) বাঁচিয়ে (Saves) আনলেন মা (Mother)। বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল একটা গোখরো সাপ। সেই গোখরোর মুখের সামনে পড়ে যায় বাচ্চা ছেলেটি। ঠিক যখনই বাচ্চাটিকে ছোবল দিতে যায় গোখরোটি, তখনই দেখতে পান মা।
ছুটে এসে কোলে তুলে নেন ছেলেকে। সরিয়ে নিয়ে যান নিরাপদ দূরত্বে। সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, কর্নাটকের মন্ড্য নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাটি স্কুল যাচ্ছে। আর তখনই তাকে আক্রমণ করতে যায় গোখরো সাপটি। চোখে পড়ে যায় মায়ের। ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে সরিয়ে দেন সাপের মুখ থেকে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই দেখে ফেলেছেন প্রচুর মানুষ। এত অল্প সময়ের মধ্যে ছেলেকে বাঁচিয়ে নেওয়ার জন্য মায়ের নমনীয়তায় মুগ্ধ নেটবাসীরা।