শেষ আপডেট: 16th March 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'মাস আগে ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলে হারিয়ে গিয়েছিল ৮২ বছর বয়সি ক্যাথরিন কিফারের আদরের পোষ্য, মেইন কুন প্রজাতির বিড়াল অ্যাগি। বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিলে বিড়ালটি আর ফিরে আসবে না, কিন্তু ক্যাথরিন হার মানেননি। টানা খোঁজ চালানোর পর চলতি সপ্তাহে পশ্চিম লস অ্যাঞ্জেলেসের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রের খোঁজ পান। জানতে পারেন, সেই আশ্রয়কেন্দ্রেই রয়েছে অ্যাগি। সেখান থেকে তাকে এরপর নিয়ে আসা হয়।
উদ্ধারের পর চিকিৎসকের তত্ত্বাবধানে বিড়ালটির রক্তপরীক্ষা ও চিকিৎসা করা হয়। ক্যাথরিনের মেয়ে ক্যারোলিন কিফার জানান, অ্যাগিকে যখন আশ্রয়কেন্দ্রের সদস্যরা খুঁজে পান, তখন চরম অপুষ্টিতে ভুগছিল। শরীরে ছিল শুধু চামড়া আর হাড়। ধীরে ধীরে সুস্থতার পথে সে।
After losing her home in the Palisades Fire, 82-year-old Katherine Kiefer was reunited with her cat Aggie, found alive in the ruins two months later. A heartwarming moment of hope amid devastation pic.twitter.com/OJlbXZy8WK
— Margot Vance ???????? (@margot46709) March 12, 2025
অ্যাগিকে কাছে পেয়ে যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছেন ক্যাথরিন। প্রায় দু'মাস পর তাদের পুনর্মিলন ছিল দেখার মতো। শান্ত চোখে বৃদ্ধার দিকে তাকিয়ে ছিল অ্যাগি। ধীরে ধীরে কোলে তুলে নেন তিনি। কয়েক মুহূর্তের জন্য চোখ ছলছল করছিল ক্যাথরিনের। এই আবেগঘন মুহূর্তের ভিডিও রেকর্ড করেছিলেন ক্যারোলিন। সম্প্রতি সেটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ক্যাথরিনকে আনন্দে বলতে শোনা যায়, 'হাই আমার সোনামণি! হাই অ্যাগি, আমি এত খুশি। ভাবিনি তোমাকে আর কখনও দেখতে পাবো।'
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওর কমেন্টে বহু মানুষ মতামত দতে থাকেন। একজন লেখেন, 'এটা সত্যিই অবিশ্বাস্য।' অন্য একজন মন্তব্য করেন, 'কী সুন্দর এক গল্প! এতদিন পর তার প্রিয় সঙ্গীকে ফিরে পেয়ে ক্যাথরিন নিশ্চয়ই খুব খুশি।' আরেকজন লেখেন, 'বিড়ালরা সত্যিই আশ্চর্যজনক প্রাণী। ঈশ্বরের কৃপায় অ্যাগি সুস্থ হয়ে উঠুক।'
উল্লেখ্য, যেদিন দাবানল ক্যাথরিনের এলাকা গ্রাস করেছিল, সেদিন তিনি চিকিৎসকের কাছে ছিলেন। বাড়ি ফিরে এসে অনেক খোঁজাখুঁজি করেও তিনি অ্যাগিকে খুঁজে পাননি। পরিবারের মতে, অ্যাগি ভয় পেলে সাধারণত লুকিয়ে পড়ত, আর সেই কারণেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।