শেষ আপডেট: 28th July 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো: ই-কমার্স কোম্পানির ওয়েবসাইটে গেলেই তাদের বিক্রি করা পণ্যের ঝুড়ি-ঝুড়ি প্রশংসা দেখা যায়। আজকাল অনলাইনে যে কোনও জিনিসপত্র কেনার আগে সেইসব রিভিউ পড়ে নেওয়ার ঝোঁক থাকে ক্রেতাদের। এককথায় রিভিউতে সংশ্লিষ্ট পণ্যটি ব্যবহারের পর অভিজ্ঞতা লেখেন ক্রেতারা। আর ডিজিটালের যুগে অনলাইন রিভিউ কোনও পণ্যের বিক্রির সাফল্যের উপর যে বড় প্রভাব ফেলে তা বলাই বাহুল্য। অনেক সময় ক্রেতার রিভিউয়ের উত্তরও দেন সংস্থা। কিন্তু রিভিউ লিখে চাকরি পেতে দেখেছেন কখনও? শুনতে খানিকটা অদ্ভূত লাগলেও সম্প্রতি অ্যামাজনে এমনই এক ঘটনার নজির মিলেছে। কফির সৃজনশীল ও বিস্তারিত রিভিউ লিখেই কেরিয়ারেরে দারুণ সুযোগ পেলেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে।
কফিপ্রেমী প্রসিদ্ধ অ্যামাজনে স্লিপি আউল কফির একটি আকর্ষণীয় রিভিউ লিখেছিলেন। তবে আর পাঁচটা রিভিউয়ের মতো কফি খেয়ে কেমন লেগেছে তেমনটা লেখেননি প্রসিদ্ধ। না হলে কী আর খোদ ওই কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অশ্বজিৎ সিংয়ের নজরে পড়ে যায় সেই বিশেষ রিভিউ! যা পড়ে লিঙ্কডিনে অশ্বজিৎ লেখেন, "প্রসিদ্ধ, আপনি যেই হোন, যেখানেই থাকুন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। স্লিপি আউল কফি আপনাকে চাকরির সুযোগ দিতে চায়।"
এখানেই শেষ নয়, নাম করা কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা লেখেন, "কী ভাল রিভিউ। যা মনে করে আমার হাসি থামছে না। এটা সেরা কপিরাইটিং।" প্রসিদ্ধর লেখা কফি রিভিউর স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।
ঠিক কী চমকপ্রদ লিখেছিলেন প্রসিদ্ধ? 'কোথায় আমার হাড়ি চলে গেছে?'-এই শিরোনামের রিভিউতে লেখা রয়েছে, 'আমি আমার রান্নাঘরে হতাশাগ্রস্ত, বিষণ্ণ এবং অসহায় বোধ করে চলে গিয়েছিলাম। আমি প্রথম যে জিনিসটি দেখছি তা হল কাউন্টারে একমাত্র ব্র্যান্ডের নাম স্লিপি আউল কফি পাত্র।' এরপর কীভাবে ভালো কফি বানাতে হয় তারও বিস্তারিত বর্ণনা করেন তিনি।
আমলে প্রসিদ্ধ একজন কপিরাইটার। তাই তাঁর লেখাতেও তিনি সৃজনশীলতার ছোঁয়া রেখেছেন। সংশ্লিষ্ট রিভিউর শেষে প্রসিদ্ধ লেখেন, "আমি একজন কপিরাইটার এবং আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কন্টেন্টের আকারে লিখতে পছন্দ করি। আমি অ্যামাজনের সমস্ত পণ্যেই এমন রিভিউ লিখে থাকি। তাই আপনি যদি সেই সব অভিজ্ঞতা পড়তে চান তাহলে আমার সঙ্গে থাকুন।"
শুধু কফি কোম্পানির তরফে নয়, অ্যামাজনের ওই ক্রেতার রিভিউয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়াও। এমন সুন্দরভাবে সমস্ত বর্ণনা তুলে ধরার জন্য সকলেই বাহবা দিয়েছেন তাঁকে।