শেষ আপডেট: 16th September 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: লোন নিয়ে এক কৃষক কিনেছিলেন ট্র্যাক্টর। শোধ করতে না পেরে ঘাপটি মেরে বসেছিলেন। বাড়িতে ফিন্যান্স কোম্পানির লোকজন পৌঁছালেই বেজায় নাটক শুরু করেন এক মহিলা। সটান সেজে ফেলেন ভগবান। ভিডিও দেখে হেসে লুটোপুটি নেট দুনিয়া। ভিউস ছাড়াল ৪.৩ মিলিয়ন।
একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় যেভাবে নাটকে বা সিনেমার পর্দায় ভগবান কথা বলে ঠিক তেমনই এক মহিলা ভগবানের মতো করে অভিশাপ দিচ্ছে কাউকে। ভিডিও সামনে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে।
জানা যায়, ট্র্যাক্টরের বকেয়া টাকা দিতে না পারায় লোন এজেন্টরা ওই মহিলার বাড়িতে যায়। মহিলা তাঁদের বোঝায় ভগবান ভর করেছে তাঁর ওপর। এরপর তিনি অভিশাপ দিতে শুরু করেন। হাত তুলে হুঁশিয়ারিও দেন এজেন্টদের।
ভিডিওতে দেখা যায়, মহিলা বলছেন, এই লোন নিয়ে যিনি বা যাঁরা কথা বলবেন, তাঁদের কপালে কষ্ট আছে। এর ফল ভোগ করতে হবে তাঁদের।
লোন শোধ করানো নিয়ে এমন অনেক ঘটনার সম্মুখীন আজকাল হতে হয় এজেন্টদের। বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে টাকা না দেওয়ার বাহানা করেন অনেকে। এই ঘটনা ব্যাতিক্রম নয়।