শেষ আপডেট: 29th October 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ। পাত্রর দাবি, শুরু থেকেই বাগদান পর্ব দ্রুত মেটানোর জন্য আগ্রহী ছিলেন পাত্রী নিজে। কিন্তু শূন্য বিভ্রাটে পাত্রর বেতনের অঙ্ক বদলে যেতেই বিয়ে ভেস্তে দেওয়ার পাশাপাশি গালমন্দ করার অভিযোগও উঠেছে পাত্রীর বিরুদ্ধে!
নিজের দাবির সপক্ষে দু'জনের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন শট শেয়ার করেছেন পাত্র। সোশ্যাল মাধ্যমে যা ভাইরাল। ঘটনায় নিন্দায় ঝড়ও উঠেছে।
সোশ্যাল মিডিয়াতে কিশ সিফ নামে একজন সমাজ কর্মী নিজের পোস্টে লিখেছেন, যে মহিলাটি তার প্রকৃত বেতন স্পষ্ট না হওয়া পর্যন্ত তাড়াতাড়ি বাগদানের জন্য আগ্রহী ছিলেন।
ঘটনাটা ঠিক কী ঘটেছে? সোশ্যাল মাধ্যমে কিশ লিখেছেন, তাঁর প্রোফাইলে বার্ষিক বেতনের জায়গায় ভুলবশত একটি অতিরিক্ত শূন্য পড়ে গিয়েছিল। তিনি বছরে ৩ লাখ টাকা রোজগার করেন। ভুলবশত সেটা ৩০ লাখ হয়ে গিয়েছিল!
মেয়েটি এই নভেম্বরেই বিয়ের জন্য তাঁকে চাপ দিতে থাকেন জানিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন কিশ। যেখানে তিনি নিজের ভুলের কথা জানানোর পর হবু পাত্রী জানিয়ে দেয়, তাকে বিয়ে করা সম্ভব নয়। এমনকী আপত্তিকর ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ।
এমনকী তাঁর মেয়েকে বিভ্রান্ত করার জন্য হবু শাশুড়ি থানায় অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন বলে দাবি করেছেন কিশ। জানা যাচ্ছে এই কিশ এবং তাঁর হবু স্ত্রী দুজনেরই আগে একবার করে বিয়ে হয়েছিল। এমনকি হবু পাত্রী নাকি তাঁর প্রথমপক্ষের বরের কাছ থেকে বধূ নির্যাতনের মামলা করে ৮০ লাখ টাকা আদায়ও করেছিলেন। পুরো ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মাধ্যমে।