
এক বয়ফ্রেন্ডকে নিয়ে পাঁচ বান্ধবীর চুলোচুলি, জামাকাপড় ছিঁড়েকুটে একসা
দ্য ওয়াল ব্যুরো: কলিযুগের কেষ্টঠাকুর! একজন প্রেমিক, তাঁর কিনা পাঁচ পাঁচজন প্রেমিকা। তাঁদেরই একজনকে নিয়ে মেলায় গিয়েছিলেন ‘প্রেমিক’। কী করে যেন সেই খবর পৌঁছে গিয়েছিল বাকি প্রেমিকাদের কানে। আর যায় কোথায়! মেলায় হাজির হয়ে বয়ফ্রেন্ডের (boyfriend) সেই প্রেমিকাকে অন্য ৪ প্রেমিকা মিলে কিল-চড়-লাথি-ঘুষি মেরে (thrashed by gang of girls) এমন অবস্থা করলেন যে জামা ছিড়ে গেল তাঁর। সেই চুলোচুলির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে (Viral video)।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দিনকয়েক আগে বিহারের সরন জেলায় সোনেপুর মেলায়। জানা গেছে, এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে মেলায় গিয়েছিলেন। কিন্তু সেই প্রেমিকাই তাঁর একমাত্র প্রেমিকা নন। যুবকের আরও অন্তত ৪ জন প্রেমিকার খোঁজ মিলেছে। অন্য একজন মেয়েকে নিয়ে প্রেমিক যে মেলায় ঘুরতে গেছেন, সে কথা কীভাবে যেন পৌঁছে গিয়েছিল বাকিদের কানে। ব্যাস, তারপরেই প্রেমিকের পঞ্চম প্রেমিকাকে শিক্ষা দিতে মেলায় এসে হাজির হন বাকি ৪ জন।
তারপরেই ওই যুবতীকে বেধড়ক মারতে শুরু করেন ৪ জন। কিল চড় তো ছিলই, চুলের মুঠি ধরেই তাঁকে টানতে দেখা যায় বাকিদের। মারের চোটে ওই যুবতীর জামাও ছিঁড়ে যেতে দেখা যায়।
চুলোচুলির পুরো ঘটনাই নীরব দর্শক হয়ে দেখছিলেন উপস্থিত লোকজন। তাঁদেরই মধ্যে কেউ সেই ঘটনার ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেটি।
৩০ সেকেন্ডের ছোট্ট সেই ভিডিওর শেষে অবশ্য সেই প্রেমিকপ্রবরকে সেখানে আসতে দেখা যায়। তারপর তিনিই নিগৃহীতা প্রেমিকাকে নিয়ে সেখান থেকে চলে যান।
পর্ন দেখেই বিকৃত মানসিকতা! দশ বছরের বাচ্চাকে ধর্ষণ করে ঝুলিয়ে দিল নাবালক