শেষ আপডেট: 13th September 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: প্রায়ই ফ্লাইটে করে এদিক ওদিক যান? খেয়াল করে দেখেছেন প্লেনের ঠিক কোন দিক থেকে প্রতিবার ওঠেন? অনেকে খেয়াল করলেও বেশিরভাগ মানুষই হয়তো বলবেন এই বিষয়টা খেয়াল করা হয়নি কখনও। আসলে যাতায়াতের সময় তাড়াহুড়োয় বা বোর্ডিংয়ের নিয়ম পালন করতে গিয়ে এসব চোখ এড়িয়ে যায়। প্লেনে সবসময় বাঁ দিক থেকে ওঠানামা করেন যাত্রীরা। জানেন কেন?
ইন্টারনেটের দৌলতে রোজই নতুন নতুন জিনিস শেখা হয়। উঠে আসে এমন অনেক বিষয় যা হয়তো রোজ দেখছি কিন্তু সেটা নিয়ে ভেবে দেখা হয়নি কখনও। এমনই এক বিষয় সম্প্রতি সামনে আসে। টিকটকে একজন কৌতুহলের সঙ্গে জিজ্ঞাসা করে বসেন, প্লেনের বাঁ দিক দিয়েই সবসময় কেন বোর্ডিং করানো হয়। উঠে আসে একাধিক তথ্য।
বিমান পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের থেকে জানা যায়, যাতায়াতের মাধ্যম হিসেবে যখন শুধু জাহাজ ছিল তখন থেকেই যাত্রীদের বাঁ দিক থেকে তোলার নিয়ম ছিল। আর সেই নিয়মই চলে আসছে এখনও।
এই সংক্রান্ত একটি রিপোর্ট বলছে, জাহাজের পোর্টগুলি এমনভাবে তৈরি হত যে সেটা সবসময় জাহাজের বাঁ দিকেই পড়ে। এতে নাকি যাত্রী ও জিনিসপত্র ওঠাতে নামাতে সুবিধা হত। পরে যখন জাহাজের বদলে প্লেন আসে। তখনও একই নিয়ম থেকে যায়। ইঞ্জনিয়াররাও এমন ভাবে প্লেন তৈরি করতে শুরু করেন যাতে যাত্রীরা বাঁ দিক থেকে উঠতে পারে।
বিমান পরিষেবার সঙ্গে যুক্ত এক ব্যক্তি আরও জানান, এই একটি অভ্যাস পুরনো দিন থেকে বয়ে চলেছে বিমান কর্মী ও সংস্থাগুলিও।