Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকের
Hotel Rooms Never Have Ceiling Fans

হোটেলের ঘরে পাখা না দেখে কপালে হাত? এর পিছনে রয়েছে একাধিক কারণ

হোটেলের ঘরে সিলিং ফ্যান না থাকাটা নিছকই ‘ডিজাইনের ব্যাপার’ নয়। এর পিছনে রয়েছে একগুচ্ছ ব্যবহারিক এবং নিরাপত্তাজনিত যুক্তি।

হোটেলের ঘরে পাখা না দেখে কপালে হাত? এর পিছনে রয়েছে একাধিক কারণ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 July 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: হোটেলের ঘরে ঢুকে উপরের দিকে তাকিয়ে যদি ফ্যান খুঁজে না পান, তাহলে অবাক হবেন না। কারণ আপনি একা নন, অনেকেই খুঁজে পান না। ভারতে, যেখানে ঘরে ঘরে সিলিং ফ্যান প্রায় বাধ্যতামূলক, সেখানে হোটেলের ঘরে তার অনুপস্থিতি যেন কিছুটা অস্বাভাবিকই লাগে। তবে এটা নেহাতই ডিজাইনের খামতি নয়, এর পেছনে রয়েছে একাধিক যুক্তিসঙ্গত কারণ। আমরা দেখি ফ্যান নেই কিন্তু কেন নেই বা থাকে না জেনে নিন।

১. সুরক্ষা সংক্রান্ত বিষয়

অনেক হোটেলের ঘরে বিছানার মাথার দিকটা উঁচু হয় বা বিছানাটি এমনভাবে রাখা হয় যাতে ঠিক তার ওপরে ফ্যান বসানো সম্ভব হয় না। এর ফলে কোনও অতিথি যদি বিছানার ওপর উঠে দাঁড়ান বা হাত বাড়ান, তাহলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। শিশুদের ক্ষেত্রে এই বিপদ আরও বাড়ে। তাই হোটেলগুলি ঝুঁকি না নিয়ে সিলিং ফ্যান বাদই দেয়।

২. দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনের খাতিরে

আধুনিক হোটেলগুলি ঘরের ইন্টিরিয়র ডিজাইনের প্রতি খুব যত্নশীল। ঘরের অন্দরসজ্জা ঝকঝকে ও মসৃণ রাখার চেষ্টা চলে সবসময়। সিলিং ফ্যান অনেক সময়েই এই আধুনিক লুককে নষ্ট করে দিতে পারে। তাই এয়ার কন্ডিশনিংই পছন্দের অপশন।

৩. ফ্যানের আওয়াজ হতে পারে বিরক্তির কারণ

শুরুতে ফ্যান শান্ত থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে বেশির ভাগ ফ্যানে কিচকিচ আওয়াজ শুরু হয়ে যায়। ফলে বিরক্ত হতে পারেন অতিথিরা। তাই অনেক হোটেল কর্তৃপক্ষ সিলিং ফ্যান এড়িয়ে চলে।

৪. রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে

হোটেল ঘরের সিলিং বেশ উঁচু হয়। ফলে ফ্যান থাকলে নিয়মিত পরিষ্কার করাটা একটা বড় চ্যালেঞ্জ। একাধিক ঘরে প্রতিদিন এই কাজ করা হাউসকিপিংয়ের পক্ষে সময়সাপেক্ষ। ফ্যানের বদলে এয়ার কন্ডিশনার থাকলে পরিষ্কার করাও তুলনায় সহজ।

৫. তাপমাত্রা নিয়ন্ত্রণে ফ্যানের চেয়ে এসি অনেক এগিয়ে

অতিথিরা আবহাওয়া অনুযায়ী যেমন তাপমাত্রা পছন্দ করেন, তা নিয়ন্ত্রণ করা সহজ হয় এসি থাকলে। তাপমাত্রা বাড়ানো বা কমানোর ক্ষমতা ফ্যানের হয় না। তাই এসিই প্রাধান্য পায়।

সুতরাং, হোটেলের ঘরে সিলিং ফ্যান না থাকাটা নিছকই ‘ডিজাইনের ব্যাপার’ নয়। এর পিছনে রয়েছে একগুচ্ছ ব্যবহারিক এবং নিরাপত্তাজনিত যুক্তি।


ভিডিও স্টোরি