সংগৃহীত ছবি
শেষ আপডেট: 5th February 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে কে না ভালবাসে। সঙ্গে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো কেল্লাফতে। ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যেতে বাধ্য। কলকাতায় ক্যাফের ভিড়ে একটু নিরিবিলিতে, একান্তে সময় কাটাতে এই প্রেম দিবসে পৌঁছে যেতে পারেন এই সব জায়গায়। হলফ করে বলা যায়, আপনাদের ভালবাসার দিনগুলো ভরে যাবে আনন্দে।
রবীন্দ্র সরোবর
দক্ষিণ কলকাতায় অবস্থিত এই লেক কত প্রেমের সাক্ষী। গাছ-পালায় ভরা এই জায়গা বহু মানুষের প্রিয়। এখানে একান্তে সময় কাটানো যেতে পারে। পার্কে প্রবেশের নির্দিষ্ট সময় রয়েছে। পার্ক বন্ধও হয়ে যায় রাত নামার আগে। যাওয়ার আগে অবশ্যই সেটি জেনে নেওয়া ভাল।
ইকোপার্ক
বিস্তৃত লেক, বাগান, নিরিবিলি বসার জায়গা, ওয়াটার স্পোর্টস, সবুজের ছোঁয়া আর মিষ্টি হাওয়া প্রেমিক-প্রেমিকাদের আকর্ষণ করবে। কংক্রিটের জঙ্গল পেরিয়ে নিরিবিলি জায়গায় যেতে চাইলে ইকো পার্কে ঘুরে আসতে পারেন। বিভিন্ন রাইড রয়েছে, সেগুলির আনন্দও একসঙ্গে উপভোগ করতে পারেন।
প্রিন্সেপ ঘাট
নদীর ধারে প্রচুর বসার জায়গা রয়েছে। ভিতরে গাছের নীচে সিট পাতা রয়েছে। জমিয়ে গল্প করার অন্যতম সেরা ঠিকানা। প্রিন্সেপ ঘাটে একান্তে নৌকাবিহারও করতে পারবেন।
মিলেনিয়াম পার্ক
প্রিন্সেপ ঘাটের মতো, কিন্তু আশপাশের পরিবেশ খানিকটা আলাদা। গঙ্গার ধারে বসে ঠান্ডা হাওয়ায় প্রিয় মানুষটির হাতে হাত রেখে প্রেমালাপ, উভয়ের সান্নিধ্যে উষ্ণ আকর্ষণ, মিলেনিয়াম পার্ককে বিশেষ করে তুলেছে।
ভিক্টোরিয়া
যখন শহরে আধুনিকতা আসেনি। তখন প্রেম করতে ভিক্টোরিয়া যেতেন মানুষজন। আজও তাই। অপূর্ব পরিবেশে একান্তে সময় কাটাতে মন্দ লাগবে না। ভালবাসার দিনে এখানে বহু মানুষ পৌঁছে যান।
ময়দান
গড়ের মাঠের হাওয়া না খেলে আর কী প্রেম করলেন। ময়দান কলকাতার একটি বৃহত্তম উদ্যান। প্রচুর গাছপালা ও সবুজ মাঠে সঙ্গীর হাত ধরে ঘাসের উপর হাঁটা, মাঠে একসঙ্গে বসে সূর্যাস্ত দেখা, অন্যরকম অনুভূতি। চাইলে একটু বাদাম ভাজা খেয়ে নস্টালজিয়ায় ডুবতে পারেন।
সেন্ট্রাল পার্ক
প্রেমিক-প্রেমিকাদের ঘনিষ্ঠভাবে সময় কাটানোর অন্যতম ঠিকানা সেন্ট্রাল পার্কে। এখানে নির্জনে, নিভৃতে প্রেম করা যায়। কেউ বিরক্ত করবে না, হবে না কাবাব মে হাড্ডি। আড্ডা দিন, প্রেম করুন। পাশেই সারা বছর ধরে কোনও না কোনও প্রদর্শনী বা মেলা চলে। সেখানেও সঙ্গীকে নিয়ে চলে যেতে পারেন।