
চাঁদ মাথার উপরে থাকলে আপনারও ওজন কমে যায়! মেপে দেখেছেন?
দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানোর (Weight Loss) জন্য মানুষ কত কীই না করে। গুচ্ছের ব্যায়াম, ডায়েট- তবু অনেকেই নিজের ভার নিয়ে খুশি হতে পারেন না। একচুল ওজনও যদি কোনওভাবে কমানো যায়, তাহলেই যেন মনের আরাম, প্রাণের তৃপ্তি। কিন্তু প্রাকৃতিক উপায়েই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার ওজন বেশ খানিকটা কমে যায়, জানতেন কি?
আকাশের চাঁদের (Moon) সঙ্গে জোয়ার-ভাঁটার সম্পর্ক সকলেরই জানা। তবে অনেকেই হয়তো জানেন না চাঁদের সঙ্গে পৃথিবীর মানুষ, পশু, পাখি যাবতীয় প্রাণীর এই ওজনের সম্পর্ক।
পৃথিবী তাঁর নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির (Gravity) বলে প্রত্যেক প্রাণীকে নিজের দিকে টানে, তাতেই বোঝা যায় কার কত ওজন। একই মাধ্যাকর্ষণ রয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদেরও। চাঁদের সেই বলের প্রভাব পড়ে পৃথিবীর উপর, অর্থাৎ পৃথিবীর উপর থাকা সমস্ত প্রাণীর উপর।
চাঁদ যখন ঠিক মাথার উপরে চলে আসে, সেই সময় চাঁদের টানে পৃথিবীর জলাশয়ের জল উপচে পড়ে, জোয়ারে তাই উথাল পাথাল হয় সমুদ্র। মানুষের শরীরের ওজনও ঠিক ওই সময়টায় কিছুটা কমে যায়।
কতটা কমে ওজন (Weight Loss)
বিজ্ঞান বলছে, প্রতিদিন চাঁদ মাথার উপর এলে মানুষের ওজন ০.৪৮ থেকে ০.৫ গ্রাম কমে যায়। জলকে চাঁদ যেমন আকর্ষণ করে, ঠিক তেমনভাবেই মানুষের শরীরকেও তা নিজের দিকে কিছুটা টেনে নেয়। এই টান সবচেয়ে বেশি হয় যখন চাঁদ মাথার উপরে থাকে।
আরও পড়ুন: শরীরের ৯৯% ঢাকা ট্যাটুতে, চোখের মনিতেও উঁকি দিচ্ছে উল্কি! চাকরিই পাচ্ছেন না যুবতী