Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Mukesh Ambani ran into Sunita Williams

ক্যাবের জন্য অপেক্ষা করার সময় সুনীতার সঙ্গে হঠাৎ দেখা মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রাদের

বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ২০২৩ সালের একটি ছবি পোস্ট করে তিনি সুনীতাদের অভিনন্দন জানান। শেয়ার করেন সেই ছবির সঙ্গে জড়িত একটি মজার ঘটনাও। 

ক্যাবের জন্য অপেক্ষা করার সময় সুনীতার সঙ্গে হঠাৎ দেখা মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রাদের

ছবি সৌজন্য- এক্স

শেষ আপডেট: 19 March 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর। দীর্ঘ টানাপড়েনের পর বুধবার ভোরে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে এনেছে স্পেস এক্স-এর রকেট (Space X)। পৃথিবীর মাটিতে সুনীতারা পা রাখার পরই অভিনন্দন ও ভালবাসায় ভরিয়ে দিচ্ছে আট থেকে আশি সকলে। দেশের রাষ্ট্রপ্রধান থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব সকলেই তাঁদের সাহসিকতা ও কাজের প্রশংসা করছেন। তালিকায় রয়েছেন বিখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও। 

বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ২০২৩ সালের একটি ছবি পোস্ট করে তিনি সুনীতাদের অভিনন্দন জানান। শেয়ার করেন সেই ছবির সঙ্গে জড়িত একটি মজার ঘটনাও। 

পোস্টে লেখেন, 'স্পেস এক্স যখন সুনীতাদের উদ্ধারে কাজ শুরু করে, তখন দুবছর আগের একটা কথা মনে পড়ে গেছিল আমার। ওয়াশিংটন ডিসিতে ওঁর (সুনীতা) সঙ্গে দেখা হয়েছিল। পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন, এটা বিরাট স্বস্তির। সুনীতা সাহসের প্রতীক। ওকে স্বাগত।'

মাহিন্দ্রার পোস্ট করা ছবিতে ফ্রেমে দেখা যায় তাঁকে, সুনীতাকে। সঙ্গে মুকেশ আম্বানি ও বৃন্দা কাপুকে। ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় ওয়াশিংটনে আয়োজিত হয়েছিল 'ইন্ডিয়া-ইউএস হাই-টেক হ্যান্ডশেক।' সেখানে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানি, আনন্দ মাহিন্দ্রা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

মজার বিষয় হল, ওই দিন মুকেশ অম্বানি, বৃন্দা কাপুর এবং মাহিন্দ্রা স্বয়ং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিবের সঙ্গে আলোচনা করতে গিয়ে লাঞ্চ ইভেন্টের জন্য নির্ধারিত শাটল বাস মিস করেন। বাধ্য হয়ে ডাকতে হয় ক্যাব। তখনই দেখা হয়ে যায় সুনিতা উইলিয়ামসের সঙ্গে!

মাহিন্দ্রা সেসময় তাঁকে মজার ছলে প্রস্তাব দেন, 'আমাদের কি উবারে যেতে হবে, নাকি ওঁর স্পেস শাটলে লিফট পাওয়া যাবে।'

পোস্টটি রীতিমতো ভাইরাল হয়। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন কমেন্টে। 

মাত্র ৮ দিনের মিশনে গিয়ে ৯ মাস মহাকাশে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) আটকে ছিলেন সুনীতারা। দিনের হিসেবে প্রায় ২৮৬ দিন। বুধবার ভারতীয় সময় ভোর ৪টে নাগাদ তাঁরা অবশেষে পৃথিবীতে পা রাখেন। ঘরের মেয়ে ঘরে ফেরায় উচ্ছ্বসিত সকলে।


ভিডিও স্টোরি