Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইলটোটা, এক লড়াইয়ের নাম, ঋতুপর্ণর ছবিতে হিরো হয়েও সে ছবি আলোর মুখ দেখেনি নিউ আলিপুরে লরিতে ভাঙচুর: থানার চার এসআইকে সাসপেন্ড, বিভাগীয় তদন্তের নির্দেশঅন-ডিউটি পুলিশ অফিসারকে চড়! বাম নেতার ভিডিও দেখিয়ে শাস্তির দাবি তৃণমূল কাউন্সিলরেরওড়িশায় হাওড়ার তৃণমূল বিধায়কের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশনবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টাটা সন্স চেয়ারম্যান, শিল্পভবিষ্যৎ নিয়ে আলোচনাঝগড়ার সময় স্ত্রীর গলা পা দিয়ে চেপে ধরলেন ব্যক্তি! বেঙ্গালুরুতে বাচ্চাদের সামনেই খুন তরুণী 'আমার নিজেরই দীর্ঘ সময় কাজ করা পছন্দ নয়,' দীপিকার ৮ ঘণ্টার কাজ বিতর্কে সুর চড়ালেন অনুরাগত্বকে আগাম বার্ধক্যের লক্ষণ? জৌলুস হারিয়ে বলিরেখা স্পষ্ট হচ্ছে? পাতে রাখুন এসব খাবারবাদল অধিবেশনেই বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, সমর্থন দিতে পারে বিরোধীরাও
Man Opens Tea Stall to Protest Alleged False Dowry Case

পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনা

২০২২ সালে আচমকাই স্ত্রী মীনাক্ষী চলে যান বাপের বাড়ি। কয়েক মাস পর কৃষ্ণর বিরুদ্ধে ৪৯৮এ এবং ১২৫ ধারায় মামলা দায়ের করেন।

পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 14 June 2025 10:13

দ্য ওয়াল ব্যুরো: বউয়ের করা পণের মামলা, তিন বছর ধরে আদালতে দৌড়ঝাঁপ, শেষমেশ প্রতিবাদের অভিনব পথ বেছে নিলেন রাজস্থানের কৃষ্ণ কুমার ধাকড়। বৌয়ের পাড়াতেই খুললেন চায়ের দোকান। নাম দিলেন ‘৪৯৮এ টি ক্যাফে।’ সেখানে হাতে হাতকড়া পরে চা বেচে চলেছেন তিনি।

সামনে স্টোভে ফুটছে চা, আর চারপাশে ব্যানার-পোস্টারে স্লোগান। কোথাও লেখা 'যতক্ষণ না মেলে ন্যায়, ততক্ষণ ফুটবে এই চা,' 'আবার কোথাও লেখা, 'আসুন চায়ে করি আলোচনা, ১২৫ ধারায় কত খরচ পড়ে বলো না?' যা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (পণ-নির্যাতনের ধারা) এবং ১২৫ (ভরণপোষণ সংক্রান্ত) ধারার অপব্যবহার হচ্ছে।

২০১৮ সালে বিয়ে করেন কৃষ্ণ ও মীনাক্ষী। দু’জনে মিলে মধু উৎপাদনের ব্যবসা শুরু করেন, স্থানীয় মহিলাদের কাজের সুযোগ দিয়ে আলোচনাতে আসেন। এমনকি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁদের উদ্যোগের প্রশংসা করেন। ২০২১ সালে তাঁদের কাজ উদ্বোধনও করেন তিনি।

তবে ২০২২ সালে আচমকাই স্ত্রী মীনাক্ষী চলে যান বাপের বাড়ি। কয়েক মাস পর কৃষ্ণর বিরুদ্ধে ৪৯৮এ এবং ১২৫ ধারায় মামলা দায়ের করেন। কৃষ্ণর দাবি, 'মিথ্যে মামলায় সব শেষ হয়ে গেছে। বৃদ্ধা মা ছাড়া আমার কেউ নেই। টিনের চালের ঘরে থাকি। একাধিকবার আত্মহত্যা করার কথা ভেবেছি, কিন্তু মাকে মনে করে থেমে গিয়েছি।'

তিনি আরও বলেন, 'এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, এই আইনি লড়াই লড়ব নিরপেক্ষভাবে চা বিক্রি করেই। আর সেখানেই যেখানে আমার বিরুদ্ধে এই আইনের অপব্যবহার হয়েছে।'

প্রতিবার প্রায় ২২০ কিমি দূরের নিমুচের আঠানা থেকে অন্তা আসেন শুনানির জন্য। বলেন, 'প্রতিবার শুনানির নামে শুধু তারিখ বদল হয়। বিচার কোথাও নেই। এই পরিস্থিতিতে আর কোনও ভরসা না পেয়ে চায়ের দোকান দিয়েই প্রতিবাদ শুরু করেছি।'


ভিডিও স্টোরি