শেষ আপডেট: 1st April 2023 12:02
দ্য ওয়াল ব্যুরো: টাইম ট্রাভেল। সময়কে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে বর্তমান থেকে অতীতে যাওয়া কিংবা ভবিষ্যতে যাওয়া, সত্যিই কি এ সম্ভব! উত্তরটা হয়তো না। কিন্তু সায়েন্স ফিকশন কার না ভাল লাগে। মনগড়া বিজ্ঞানভিত্তিক কাহিনী তো হামেশাই আমরা সিনেমায় দেখি। তবে এবার নিজেকে 'টাইম ট্রাভেলার' (Time Traveller) বলে দাবি করলেন এক ব্যক্তি। দিলেন আসন্ন প্রাকৃতিক দুর্যোগের বার্তা।
এনো অ্যালরিক নাম এক ব্যক্তি দাবি করেছেন, তিনি নাকি ট্রাইম ট্রাভেলার। এমনকি তাঁর বক্তব্য, তিনি নাকি ২৬৭১ সাল থেকে বর্তমান পৃথিবীতে এসেছেন৷ আর সেই কারণেই তিনি ভবিষ্যতের কথা অবলীলায় বলতে পারেন। এনো জানিয়েছেন, চলতি বছরের ১৮ জুলাই পৃথিবীতে তাণ্ডব হবে। ভয়ঙ্কর আগ্নেয়গিরি বিস্ফোরণ (Volcanic Eruption) হবে। এই ঘটনায় হাজার-হাজার মানুষের মৃত্যু (kill thousands people) হতে পারে।
এই ভবিষ্যবক্তার টিকটকে মোট ২৬ হাজার ফলোয়ার রয়েছে৷ তিনি মাঝে মাঝেই এমন সব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নিজের মত প্রকাশ করেন৷ তেমনই এই দুর্যোগের বার্তা তিনি শেয়ার করেছেন। শুধুই সাল বা তারিখ নয়, সেই ভিডিওতে এনো দাবি করেছেন, পশ্চিম মার্কিন প্রদেশে এই ঘটনা ঘটবে৷ এর ফলে আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়ায়। হাজার হাজার মানুষের মৃত্যু হবে এই ঘটনায়।
আগ্নেয়গিরির সতর্ক বার্তার পাশাপাশি তিনি জানিয়েছেন, বিউবনিক প্লেগ সারা বিশ্বে প্রায় ৫২ হাজার মানুষকে সংক্রামিত করবে। এছাড়াও তাঁর ভবিষ্যদ্বাণী, বেশ কিছু বছর পর পৃথিবীতে নাকি আক্রমণ হানবে এলিয়েনরা।
বিশ্বে প্রথম খুনি ছত্রাকে আক্রান্ত কলকাতার গবেষক, ভয়ঙ্কর সংক্রমণ ছড়িয়েছে শরীরে