Latest News

আগ্নেয়গিরির কারসাজিতে আগুনরঙা মেঘ! অপূর্ব রূপে সাজল আন্টার্কটিকার আকাশ

দ্য ওয়াল ব্যুরো: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে (Volcanic Eruption) অপূর্ব রঙের খেলা তৈরি হল আন্টার্কটিকার (Antarctica) আকাশজুড়ে। প্রকৃতির সে রূপ দেখে মুগ্ধ হলেন সকলে।

টোঙ্গা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেই এমন দৃশ্য দেখা গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই আগ্নেয়গিরিতে গত জানুয়ারি মাসে অগ্ন্যুৎপাত হয়েছিল। এখনও চলছে তার পরবর্তী প্রভাব। এর আগে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের আকাশেও এমনই রঙের খেলা দেখা গিয়েছিল। এবার সে রঙ ফুটে উঠল আন্টার্কটিকার আকাশে।

বরফে ঢেকে এই মহাদেশের আকাশ হয়ে উঠেছিল টকটকে লাল। শুধু তো লাল নয়, গোলাপী, কমলার এক অদ্ভুত মিশেল তৈরি হয়েছিল সে আকাশে। টোঙ্গা আগ্নেয়গিরি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক কোণে অবস্থিত। সেই আগ্নেয়গিরির একবারের অগ্ন্যুৎপাতের পর সংলগ্ন এলাকার আকাশে থেকে থেকে এমন রঙের আঁকিবুঁকি কেন তৈরি হচ্ছে তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা।

আকাশের এমন রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। আন্টার্কটিকার ছবিগুলি ইতিমধ্যে বেশ ভাইরাল। নেটিজেনরা সকলেই প্রকৃতির এমন রূপে মজেছেন।

কিছুদিন আগে আমেরিকার আকাশ হয়ে উঠেছিল গাঢ় ঘন সবুজ। পরক্ষণেই হুড়মুড়িয়ে ঝড় উঠেছিল চারদিকে। এবার আন্টার্কটিকার আকাশে দেখা গেল লাল-গোলাপীর অপূর্ব খেলা।

আরও পড়ুন: সমুদ্রের পাড়ে বসেছিল বিয়ের আসর, বিশাল ঢেউ এসে তছনছ করে দিল সব! দেখুন ভিডিও

You might also like