Latest News

ছোট্ট ছেলে আর বিড়ালছানার দুরন্ত কেমিস্ট্রি! একই ফোয়ারায় জল খাচ্ছে তারা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের সঙ্গে পশুদের সম্পর্ক বরাবরই চমকপ্রদ। বিশেষ করে কুকুর, বিড়ালদের সঙ্গে বাচ্চাদের জুটি তো দারুণ জমে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটা দারুণ ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। তাতে একই ফোয়ারা থেকে মুখ উঁচিয়ে জল খাচ্ছে বিড়াল (Kitten) আর ছোট্ট ছেলে (Child)।

সোশ্যাল মিডিয়ায় মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আদুরে সেই ভিডিওটিতে দেখা গেছে বাগানের মধ্যে সুন্দর একটি ফোয়ারা থেকে জল উপচে উঠছে। তাতে মুখ দিয়ে জল খাওয়ার চেষ্টা করছে ছোট্ট একটা ছেলে। তার দেখাদেখি জল খেতে ফোয়ারার সামনে এসেছে একটি বিড়ালছানাও। এতেই আকৃষ্ট হয়েছেন নেটিজেনরা। এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না।

বিড়ালছানাটি যখনই ফোয়ারায় জল খেতে এসেছে, তখনই বাচ্চা ছেলেটির মুখে ফুটে উঠেছে মিষ্টি হাসি।

ভিডিওটি দেখে নেটিজেনদের মন ভাল হয়ে গেছে। নানা মন্তব্যে তাঁরা ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। কেউ বলেছেন, আমার দেখা আজকের সেরা ভিডিও এটাই। কেউ আবার বলেছেন, টুইটারের সেরা ভিডিও এটা।

আরও পড়ুন: ‘ভাইজান’-এর সেটে সলমনের সঙ্গে কে এই ‘খুদে’ গায়ক! পরিচয় জানেন

You might also like