Latest News

Viral Video: দুরন্ত টর্নেডো পাক খেতে খেতে তছনছ করে দিল গোটা গ্রাম! দেখুন ভয়ঙ্কর ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: আচমকা টর্নেডোয় (Tornado) তছনছ হয়ে গেল গোটা গ্রাম। অসমে (Assam) শনিবার সকালে এই ঘূর্ণিঝড়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই চাক্ষুষ দেখা গেছে টর্নোডোর ধ্বংসলীলা। যা দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা (Viral Video)।

ভিডিওটিতে দেখা যাচ্ছে দূর থেকে এগিয়ে আসছে টর্নেডো। পাক খেতে খেতে ধুলোর ঝড় বয়ে যাচ্ছে গ্রামের উপর দিয়ে। এই ঝড় মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল (Viral Video)। তবে ওইটুকু সময়ের মধ্যেই তার গতিপথে যা যা কিছু ছিল সব খড়কুটোর মতো ভেসে গেছে। দমকা হাওয়ার ধাক্কায় লন্ডভন্ড হয়ে গেছে গ্রামের একাধিক বাড়ি।

আরও পড়ুন: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে দাপাচ্ছে শিলার চার ছানা! নামকরণ হবে শিগগিরই

ভিডিওটিতে বেশ কিছু মানুষের আর্তনাদও শোনা গিয়েছে। প্রকৃতির মারাত্মক এই রুদ্ররূপ দেখে ঈশ্বরকে ডাকছিলেন সকলে। সেটা আর্ত চিৎকারই শোনা যাচ্ছে ভিডিওটিতে।

অসমের এই মিনি টর্নেডো ব্রহ্মপুত্র নদী থেকে সৃষ্টি হয়েছে বলে খবর। নদীর কাছেই রোমারি গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে এর ফলে। সাতটি বাড়ি ভেঙে গিয়েছে। তবে কেউ আহত হননি। অসম প্রশাসন সূত্রে খবর, এই মিনি টর্নেডোর আয়তন এবং ঘূর্ণি কম ছিল। তাই এর চেয়ে বেশি কিছু ক্ষতি তাতে হয়নি। যদিও ভাইরাল ভিডিওটি দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

You might also like