Latest News

দিনদুপুরে বারে ঢুকল ক্যাঙারু! ক্রেতাদের মধ্যে হইহই রইরই কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: ক্যাঙারু বলে কি বারে ঢুকে মদ্যপান করতে ইচ্ছে করে না? মদ্যপান নাই বা করুক, বারে যেতে মন করতেই পারে ক্যাঙারুর! অস্ট্রেলিয়ার এক বারে দিনে দুপুরে এমনভাবেই ঢুকে পড়ল এক আস্ত ক্যাঙারু। যদিও তা নিয়ে মাথাব্যাথা নেই ক্রেতাদের। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল (Viral) হয়েছে নেট দুনিয়ায়।

কী আছে ভিডিওতে? (viral)

অস্ট্রেলিয়ান অ্যানিমাল নামক ইনস্টাগ্রামের এক পেজে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। লেখা হয়েছে, ‘ অপ্রত্যাশিত আগন্তুক!’ সত্যিই একটি ক্যাঙারুর এভাবে বারে ঢুকে পড়ার ছবি দুর্লভ।

ভিডিওতে দেখা গেছে একটি বারের মধ্যে বেশ কয়েকজন ক্রেতার ভিড় রয়েছে। খোলা দরজা দিয়ে হঠাৎই বারের মধ্যে ঢুকে পড়ে এক ক্যাঙারু। ঘুরে দেখে গোটা বার! ক্রেতাদের মধ্যে দিয়েই অবলীলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় সে। যদিও তার এই আচমকা দর্শনে ক্রেতাদের মধ্যে কোনরকম প্রভাব ফেলতে পারেনি।

ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। অস্ট্রেলিয়ার রাস্তাঘাটে মাঝে মধ্যেই এই পশুটির দেখা মেলে। অস্ট্রেলিয়ানরা এতটাই অভ্যস্থ পশুটিকে দেখতে যে কখনই ক্যাঙারু দেখে বিস্মিত হন না তাঁরা।

প্রসেনজিৎ নাকি! কোন সিনেমার লুক দেখে চমকে উঠেছেন সকলে

You might also like