শেষ আপডেট: 26th October 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: মনে করুন আপনি খাবার খাচ্ছেন আর সামনে হঠাৎ এসে হাজির হনুমান। হকচকিয়ে যাবেন নিশ্চয়ই। তাড়িয়ে দেবেন বা একটু হলেও বিব্রত হবেন। না শুধু আপনি না, বেশিরভাগ মানুষেরই এমন হলে স্বাভাবিক ভাবে একটা প্রতিক্রিয়া থাকে। কিন্তু এক্ষেত্রে হল পুরো উল্টো। নিজের থালা থেকে হনুমানকে খেতে সাহায্য করলেন ব্যক্তি। আগলেও রাখলেন কিছুক্ষণ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। দেখা যায়, একই থালায় খাচ্ছেন এক ব্যক্তি ও এক হনুমান। হনুমান ভয় পেলে তাকে অভয় জোগান ব্যক্তি। নিজের থালা থেকে খেতে সাহায্যও করেন। যা দেখে ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ইনস্টাগ্রামে আপলোড হওয়া এই ভিডিওতে ব্যক্তির প্রতিক্রিয়া দেখে অবাক প্রায় সকলে। সেকথা অনেকেই পোস্টের নিচে লিখে জানানও। নেটিজেনদের বলতে শোনা যায়, এরকম ঘটনা বিরল। সাধারণত এমন কোনও পশু-পাখিকে দেখলে লোকে বিরক্ত হয়, চমকে যায়। কিন্তু এই ব্যক্তি এমন শান্ত ভাবে পুরো বিষয়টা সামলেছেন তা প্রশংসনীয়।
View this post on Instagram
ভিডিওতে দেখা যায়, ব্যক্তি যখন নিজের ভাগের খাবার খাচ্ছিলেন কোনও মন্দিরে তখন আশপাশে বসে বহু মানুষ। ওই থালার আরেকটি দিকে দই-ভাত ছিল। হনুমান এসে আপন মনে সেই খাবার খেতে শুরু করে। যারা পরিবেশন করছিলেন তাঁদের দেখে খানিকটা ভয় পেলে, ওই ব্যক্তি গায়ে হাত বুলিয়ে অভয় জোগান। তারপর ফের খেতে শুরু করে হনুমানটি।
ভিডিওটি শেয়ার করে ক্য়াপশনে লেখা হয়, 'বজরংবলির মন্দিরে যখন স্বয়ং বজরংবলি খেতে আসে এবং ভোগ খেয়ে যায়।' কমেন্টে নমস্কার প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি অনেকেই লেখেন, 'কাকুর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল', 'চোখে জল চলে এল', 'কোনও প্রাণি যখন কোনও মানুষকে বেছে নিচ্ছে তখন জানবেন তাঁর মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে।'
মানুষের সঙ্গে পশু-পাখির বন্ধুত্বের ছবি প্রায়শই দেখা যায সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এমন ঘটনা বিরলই।