
বেণী হোক বা হার-দুল, পা থেকে মাথা শুধুই চকলেট! কনের আজব সাজের ভিডিও ভাইরাল
দ্য ওয়াল ব্যুরো: বেশিরভাগ মানুষের কাছেই বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি। বিশেষ দিনটি নিয়ে সকলেরই কিছু না কিছু শখ-আহ্লাদ থাকে। কী পোশাক পরবেন, মেকআপ কেমন হবে, এমনকী মঞ্চসজ্জা পর্যন্ত বহু আগে থেকেই ঠিক করে রাখেন বর-কনে। ব্যতিক্রমী বিবাহবাসর কিংবা সাজসজ্জার ছবি অনেক সময় ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। সম্প্রতি তেমনই এক কনের ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাঁর সাজপোশাক শুধু ব্যতিক্রমী বললে কম বলা হয়। সোনা-রুপো নয়, নিদেনপক্ষে ফুলও নয়। টফি এবং চকলেটের তৈরি গয়নায় সেজে উঠেছেন হবু কনে (Bride’s Chocolate Hairstyle And Jewellery)!
বিচিত্র সেই অঙ্গসজ্জার ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন মেকআপ আর্টিস্ট চিত্রা। তাতে দেখা যাচ্ছে, হবু কনেকে সাজিয়ে তুলছেন তিনি। হলুদ লেহেঙ্গা এবং ব্লাউজের সঙ্গে ম্যাচ করে মেকআপ (bridal make up) করার পাশাপাশি বেণী করে চুল বেঁধে, গয়না পরিয়ে তাঁকে সাজিয়ে তোলা হয়েছে। সেই গয়নার সমস্তটাই তৈরি করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট এবং টফি দিয়ে। হার, কানের দুল, কোমরবন্ধনী, টিকলি, মাথাপট্টি- সবকিছুই তৈরি হয়েছে ফাইভস্টার, কিটক্যাট, মিল্কিবার, ফেরেরো রচার ইত্যাদি ব্র্যান্ডের চকলেট এবং ম্যাংগো বাইট টফি দিয়ে। হলুদ পোশাকের সঙ্গে দিব্যি ম্যাচ করে গেছে সেসব।
বলা বাহুল্য, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। আড়াই লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি। অনেকেই যেমন বিষয়টিতে মজা পেয়েছেন, তেমন অনেকেই আবার বিয়ের সাজ নিয়ে এমন অদ্ভুত কীর্তিতে বিরক্ত। একজন লিখেছেন, ‘আমার শুধু একটাই প্রশ্ন, কেন?’
‘বাচ্চাদের থেকে সাবধান, তাছাড়া ভালই লাগছে আপনাকে,’ লিখেছেন অন্য একজন।
তৃতীয় একজনের মন্তব্য, ‘এটা কারও সৃজনশীলতা এবং গুণ। সমালোচনা না করে বরং প্রশংসা করা উচিত।’
অন্য একজন লিখেছেন, ‘মেকআপটা এত সুন্দর, কিন্তু এরকম বাজে পছন্দের জন্য সবটা নষ্ট হয়েছে।’
‘দারুণ ব্যাপার, এরপর সবার সঙ্গে ভাগ করে খাওয়া যাবে এগুলো,’ মজার ছলে মন্তব্য অন্য একজনের।
সব দোষ হরমোনের! মোক্ষম সময়ে কন্ডোম জড়ানো কলা খেয়ে ফেললেন যুবক, তারপর যা হল…