শেষ আপডেট: 11th February 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: ''আমি আমার মন, ছোট্ট সংগঠন", চন্দ্রবিন্দুর পরিচিত এই গানকেও টেক্কা দেবে বেঙ্গালুরুর এই ছোট্ট ঘর। অবাক করা ব্যপার হল, এই ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র ঘরের ভাড়া ২৫ হাজার টাকা।
কর্মসূত্রে অন্য শহর বা দেশে থাকতে হয় অনেককেই। সেই চাকুরীজীবীদের সহায়-সম্বল বেশিরভাগ ক্ষেত্রেই কোনও পিজি বা ভাড়া করা ঘর। মাপ অনুযায়ী টাকা গুনতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ঘরের সন্ধান মিলল যা মাপে মাত্র দু'হাত। আর সেই ঘরের জন্য ভাড়া দিতে হয় ২৫০০০ টাকা।
View this post on Instagram
এক যুবক তাঁর সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাড়ার ঘরের ভিডিও করে আপলোড করেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর দুই হাত বাড়িয়ে দিলে যতটুকু জায়গা হয়, ঘরটি ততটাই চওড়া। একটা হাত একটা পা প্রসারিত করলে যতটুকু হয় ততটাই লম্বা ওই ঘর। ঘরের সঙ্গে যুক্ত একটি বারান্দাও রয়েছে। যা অত্যন্ত ছোট।
ঘরের ভিতর জায়গা এতটাই কম যে দু'জন শোওয়ার জায়গা নেই। সেই ঘরের ভাড়া ২৫ হাজার টাকা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওতে ওই যুবক রগড় করে বলেন, এই ধরনের ঘর বেশ সাশ্রয়ী। রাখার জায়গা নেই তাই কোনও আসবাব কিনতে হয়না। গার্লফ্রেন্ডকে নিয়ে এলে পালা করে শুতে হবে।
একজন তো যুবকের এই ভিডিও দেখে মজা করে লিখেই ফেলেছেন, "শুরু হোতে হি খতম।" যদিও এ ভিডিও দেখে অবাক হননি মুম্বইবাসীরা। তাঁদের মতে এর চেয়েও খারাপ অবস্থা সেখানে।