শেষ আপডেট: 5th February 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ভ্যালেন্টাইনস ডে। ফলে প্রেমিক-প্রেমিকারা ভাবছেন কীভাবে নিজেদের ভালবাসার মানুষকে বিশেষ কিছু উপহার দেবেন? তবে অনেকেরই বাজেট সীমিত থাকে, তবে চিন্তার কিছু নেই! হাজার টাকার মধ্যে মনের মতো উপহার পাওয়া সম্ভব। এখানে কিছু সাশ্রয়ী উপহারের তালিকা দেওয়া হল, যা আপনার প্রেমিকা বা স্ত্রীর মন জয় করবে সহজেই।
পারফিউম
এমনকি পারফিউমও পছন্দ করেন না এমন মেয়েরা খুব কম। মাত্র ১০০০ টাকার মধ্যে সিক্রেট টেম্পটেশন, জারা অর্কিড, এনগেজ বা বেলাভিটা পারফিউমগুলো দিতেই পারেন। প্রয়োজনে এখন প্রচুর পারফিউম সেট গিফট বক্স পাওয়া যায়। সেগুলোও কিনে নিতে পারেন।
ফ্যাশনেবল ড্রেস
ভালবাসার মানুষ যদি ফ্যাশনপ্রিয় হন, তাহলে বিভিন্ন অনলাইন শপিং সাইট থেকে কিনে নিতে পারেন একেবারে সেরা কিছু ড্রেস। ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে নানা ধরনের ক্যাজুয়াল ওয়েস্টার্ন ও এথনিক ড্রেস পাবেন। রোডস্টার, ড্রেসবেরি, হিয়ার অ্যান্ড নাওয়ের ড্রেসগুলো চমৎকার।
গয়না
গয়না উপহার দিতে চাইলে, চিন্তা করবেন না। ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে গোল্ড-প্লেটেড জুয়েলারি সেট, কোমরবন্ধনী, চুড়ি পাওয়া যাবে। আমাজন, ক্যারাটকার্ট, ক্লারার মতো ব্র্যান্ডে এমন চমৎকার গয়না পাওয়া যায়, যা আপনার প্রেমিকাকে অবাক করবে।
মেকআপ কিট
মেকআপ কিটও একটি ভ্যালেন্টাইনস ডে গিফট হতে পারে। লোটাস হার্বাল, ব্লু হেভেন, বায়োটিকের মেকআপ কিট ৮০০-৯০০ টাকায় পাওয়া যাবে।
হাতঘড়ি
বাজেটে হাতঘড়ি কেনা সম্ভব। ৯০০-১০০০ টাকার মধ্যে টাইমেক্স, সোনাটা, ব্লু পার্লের হাতঘড়ি পাওয়া যাবে। সোনাটা কোয়ার্টজ অ্যানালগও দুর্দান্ত উপহার হতে পারে।
ওয়ালেট ও পেন
গিফট হিসেবে ওয়ালেট ও পেনের সেটও বেশ জনপ্রিয়। ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে এসব উপহার আপনার প্রেমিকাকে খুশি করবে।
হ্যান্ডব্যাগ
হ্যান্ডব্যাগ পছন্দ করেন এমন অনেকেই আছেন। ১০০০ টাকার মধ্যে লেভির হ্যান্ডব্যাগ পাওয়া যাবে, যা একেবারে সেরা উপহার হতে পারে।
কাস্টমাইজড কুশন
প্রেমিকা বা স্ত্রী যদি ঘর সাজাতে পছন্দ করে, তাহলে কাস্টমাইজড কুশন উপহার দিতে পারেন, যাতে আপনার প্রিয়জনের ছবি থাকবে। সিকুয়েন্স কুশনেও বিশেষ কিছু লেখা বা ছবি ফুটিয়ে তোলা যাবে।
পেইন্টিং বা ফটোফ্রেম
আপনি যদি ছবি আঁকতে পারেন, তাহলে প্রেমিকার প্রতিকৃতি বা একসঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি আঁকুন। সেই ছবিটি সুন্দর ফটোফ্রেমে বাঁধিয়ে উপহার দিন। ১০০০ টাকার মধ্যে ফটোফ্রেমও পাওয়া যাবে।
কফি মাগ বা চায়ের কাপ
সঙ্গী কি চা খেতে ভালবাসে? টি টাইমে কি একসঙ্গে বসে চা উপভোগ করেন? তাহলে আপনার সঙ্গীকে উপহার দিতে পারেন নানা রকম ফ্লেভারের টি ব্যাগ বক্স। আমাজনেই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম চায়ের ফ্লেভার, যা আপনার প্রেমের মুহূর্ত আরও মিষ্টি করে তুলবে।