Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার
Valentine's Day: Top orders on Swiggy

মিনিটে ৬০০-র উপর বিক্রি! 'লাভ'-এর দিনে চরম লাভ সুইগির, সবচেয়ে বেশি কী অর্ডার দিল দেশবাসী?

সুইগি ও সুইগি ইনস্টামার্ট- দুইতেই বেড়েছে বিক্রির পরিমাণ। এই সুযোগে সংস্থা তাদের নতুন ফাস্টেস্ট ডেলিভারি অপশন সুইগি বোল্টকেও পরখ করে নিয়েছে। 

মিনিটে ৬০০-র উপর বিক্রি! 'লাভ'-এর দিনে চরম লাভ সুইগির, সবচেয়ে বেশি কী অর্ডার দিল দেশবাসী?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 February 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার সঙ্গে খাবার ওতোপ্রতভাবে জড়িত। খাদ্যরসিক কম-বেশি সকলেই। তা আবারও প্রমাণিত হল ভ্যালেন্টাইন্স ডে-তে। প্রেম দিবসে রেকর্ড পরিমাণ বিক্রি হল সুইগির। কেক ও চকোলেট দিতে দিতে গোটা কেটে যায় সংস্থার ডেলিভারি এজেন্সদের। প্রতি মিনিটে ৬০৭টি করে কেক বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সংস্থা। গোটা বিষয়টি নিজে মুখে শেয়ার করলেন সংস্থার ফুড মার্কেটপ্লেসের সিইও রোহিত কাপুর। 

ভালবাসার মরশুম সেলিব্রেট করতে বহুদিন আগে থেকেই মাঠে নেমেছিল সুইগি। অ্যাপে ভ্যালেন্টাইন্স ডে-র সঙ্গে জড়িত একাধিক জিনিস অ্যাড করা হয়েছিল। গোটা ভ্যালেন্টাইন্স উইকজুড়ে অর্ডার ক্রমশ বাড়ছিলই। কিন্তু প্রেম দিবসে গিয়ে তা রেকর্ড মাত্রায় বেড়ে যায়। ২০২৪-এ এই দিনে যে পরিমাণ অর্ডার গ্রাহকরা করেছিলেন। তার দ্বিগুণ বেশি অর্ডার সুইগি পেয়েছে এই বছর। সুইগি ও সুইগি ইনস্টামার্ট- দুইতেই বেড়েছে বিক্রির পরিমাণ। এই সুযোগে সংস্থা তাদের নতুন ফাস্টেস্ট ডেলিভারি অপশন সুইগি বোল্টকেও পরখ করে নিয়েছে। 

সংস্থার তরফে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, নয়ডায় এক গ্রাহক ওই দিন ২৫ হাজার ৩৩৫ টাকার কেক কেনেন। থিওস, একটি প্রিমিয়াম পেস্ট্রি এবং চকলেটারি থেকে মোট নয়টি কেক কিনেছিলেন তিনি। কাপুর এই ঘটনাকে 'ভালবাসার প্রকাশ' হিসেবে বর্ণনা করেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, সুইগি থেকে প্রতি মিনিটে ৬০৭টি কেক ডেলিভারি করা হয়েছে। সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে মিল্ক চকোলেট কেক। বেঙ্গালুরুতে কেকের চাহিদা ছিল সর্বাধিক। কাপুর বলেন, 'এই বছর ভালবাসার উদযাপন আরও মিষ্টিময় হয়েছে।'

লুধিয়ানা, অমৃতসর, শিলং, নয়ডা ও আগ্রায় খাবার অর্ডার দেশের মধ্যে সবচেয়ে বেশি হয় বলে জানান তিনি। কিন্তু সবচেয়ে বেশি অর্ডার হয়েছে বেঙ্গালুরুতে। ভুবনেশ্বরে গত সপ্তাহের তুলনায় রেস্তরাঁয় খাওয়ার বুকিং ২৭৯% বেড়েছে। সুইগির সহ-প্রতিষ্ঠাতা কিশান ফানি জানান, সুইগি ইনস্টামার্ট এই ক'দিন প্রতি মিনিটে ৫৮১টি চকোলেট এবং ৩২৪টি গোলাপের অর্ডার পেয়েছে। তিনি বলেন, 'ভালবাসার যদি শেয়ার বাজার থাকত, তাহলে এটা হত বুল রান।'

এদিকে কাপুর জানান, সুইগি বোল্ট তাদের দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েছে। তিরুপুরে এনআইসি আইসক্রিমের একটি অর্ডার মাত্র ৩.৪ মিনিটে ডেলিভারি করেছে। বলেন, 'গরম খাবার গরম থাকে, ঠান্ডা খাবার ঠান্ডা থাকে। পিপাসা ও খিদে মেটানোর জন্য অপেক্ষা করতে হয় না।'


ভিডিও স্টোরি