কুমড়োর নৌকায় গ্যারি ক্রিস্টেনসেন
শেষ আপডেট: 2nd November 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো: কুমড়োর নৌকা বানিয়ে তাতে চেপেই এক মার্কিন যুবক পাড়ি দিলেন ৭৩.৫ কিমি। কলোম্বিয়া নদীতে ভেসে রইলেন ২৬ ঘণ্টা।
২০১১ সাল থেকে বাড়িতে কুমড়োর চাষ শুরু করেন গ্যারি ক্রিস্টেনসেন। তখন থেকেই ইয়াব্বড় কুমড়ো ফলানোর ইচ্ছে জাগে গ্যারির মনে। দেরি করেননি, যত্ন করে বিশাল আকারের কুমড়ো ফলাতে শুরু করেন তিনি।
২০১৩ সাল থেকে 'ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা' নামে এক প্রতিযোগিতায় অংশ নিতে নিজের ফলানো বিশাল কুমড়ো কেটে নৌকা বানানোর কাজ শুরু করেন গ্যারি।
এই প্রতিযোগিতায় টানা চারবার জয়ী হয়েছেন তিনি। দীর্ঘদিন প্রতিযোগিতায় অংশ নিয়ে 'পাঙ্কি লোফস্টার' খেতাবও পান এই মার্কিন যুবক। এবার তাঁর খেতের এই কুমড়োই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে দিল।
প্রায় ১,২২৪ পাউন্ড ওজনের ওই কুমড়ো কেটে নৌকা বানিয়ে পাড়ি দিয়েছিলেন। উত্তর ওয়াশিংটনের বনেভিল থেকে শুরু করে কুমড়োর নৌকায় প্যাডেল করে ৭৩.৫ কিমি পথ অতিক্রম করেন গ্যারি। পৌঁছন ভ্যাঙ্কুভারে।
জানা যাচ্ছে সব মিলিয়ে গ্যারি মোট ২৬ ঘণ্টা জলে ভেসেছিলেন গ্যারি। তিনি জানান, 'এই বিশ্বরেকর্ড গড়ার পথ সহজ ছিল না। অতিরিক্ত হাওয়া আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে। সেই সময় নদীতে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিমি বেগে হাওয়া দিচ্ছিল। আর সঙ্গে প্রবল শীত। কুমড়োর নৌকা নদীর জলে জমে যাচ্ছিল।' গোটা অভিযানের ভিডিও করেছেন গ্যারি। অভিনব বিশ্ব রেকর্ড গড়ে বেশ উচ্ছ্বসিত তিনি।