ভারতের চিরচেনা সঙ্গী, বিগ শপার বা কটনের ব্যাগই এখন আমেরিকার বিলাসবহুল ব্র্যান্ড বিক্রি করছে প্রায় ৪,২৩০ টাকায়, ভাবা যায়!
ভারতের চিরচেনা বিগ শপারের কি কপাল খুলল?
শেষ আপডেট: 22 May 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: কেউ ঘুরতে যাওয়ার সময় জিনিসপত্র ঠেসে নিয়ে যান, কারও কেনাকাটার সময়ের সঙ্গী, কেউ আবার সংসারের জিনিসপত্র গুছিয়ে রাখেন তাতে- ভারতের ঘরে ঘরে একটাই চিরচেনা সঙ্গী, বিগ শপার (big shopper bag) বা ‘ঝোলা’। সেই সাধারণ খাদি বা কটনের তৈরি ব্যাগই এখন আমেরিকার এক বিলাসবহুল ব্র্যান্ড বিক্রি করছে প্রায় ৪,২৩০ টাকায় (48 ডলার)! ভাবা যায়!
এই ঘটনায় রীতিমতো অবাক নেটদুনিয়া। ‘Indian Souvenir Bag’ নামে পরিচিত এই ব্যাগটি তৈরি করেছে জাপানি ব্র্যান্ড Puebco, আর এটিকে বাজারজাত করেছে ‘স্টাইলিশ, আপসাইকেলড অ্যাকসেসরিজ’ হিসেবে। ব্যাগের গায়ে রয়েছে বড় বড় হিন্দি অক্ষরে লেখা- ‘রমেশ স্পেশাল নমকিন’, ‘চেতক সুইটস’, যা ভারতের রাস্তার চেনা দোকানগুলোর অনুপ্রেরণায় তৈরি।
সংস্কৃতি না কি স্টাইল স্টেটমেন্ট?
ব্র্যান্ডের ভাষায়, এটি এমন এক ব্যাগ যা ‘স্টাইলিশ ডিজাইনে সাজানো, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বহনের সঙ্গে সঙ্গে ভারতের প্রতি ভালবাসাও প্রকাশ করবে।’ তাদের মতে, এটি যে কোনও ভ্রমণপিপাসু বা ভারতীয় সংস্কৃতির অনুরাগীর জন্য ‘must-have’।
কিন্তু ভারতীয়দের কাছে এটি দোকান থেকে কেনাকাটার পর ফ্রি-তে পাওয়া ব্যাগ। যা তারা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে, যার সঙ্গে থাকে অভ্যাস আর স্মৃতির মেলবন্ধন। তাই এই ব্যাগের দাম শুনেই ভারতীয় নেটিজেনরা রীতিমতো হতভম্ব।
সোশ্যাল মিডিয়ার একাংশে হাসির ঝড় উঠেছে। একজন বলেন, ‘আমার বাড়িতে এরকম ১০টা পড়ে আছে, আমি তাহলে বিক্রি করা শুরু করব?’ আরেকজন লেখেন, ‘এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি ‘লুঙ্গি’ও বিক্রি হবে ‘Scottish drape’ নামে।’
What in the name of scam is this!! Jhola being sold at a premium department store Nordstrom for $48! 😭😭
I’m a homesick person but even I haven’t reached these levels of nostalgia. pic.twitter.com/Zouw2rLpke— Wordita (@wordi25) May 21, 2025
কেউ আবার মনে করছেন, ভারতের এই সাধারণ ব্যাগ আজ বিশ্বের ফ্যাশন র্যাকে জায়গা করে নিচ্ছে। কেউ বলছেন এটা সংস্কৃতির বাণিজ্যিকীকরণ। একজন বলছেন, ‘তবে এক জিনিস স্পষ্ট। যা আমাদের কাছে দৈনন্দিন প্রয়োজন, সেটাই এখন বিদেশে ‘স্টাইল স্টেটমেন্ট’।’