সব্যসাচীর পোশাকে পথশিশুরা।
শেষ আপডেট: 7th November 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সব্যসাচী মুখার্জীর নাম বা কাজের পরিচয় আলাদা করে বলে দিতে হয় না। কেবল সুন্দর পোশাক ডিজাইন নয়, তার বাইরেও দেশের সংস্কৃতির উপর তার শিল্প আলাদা করে প্রভাব বিস্তার করে। দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে তুলে ধরার পাশাপাশি, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেও তাঁর কাজের জুড়ি নেই।
তাঁর সেই আইকনিক ডিজাইনগুলিই এবার দেখা গেল পথশিশুদের গায়ে। গল্পকথা নয়, সত্যি। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকের অনুপ্রেরণায় সেজেছে লখনউয়ের প্রান্তিক শিশুরা। সৌজন্যে ‘ইনোভেশন ফর চেঞ্জ’ এনজিও। তাদেরই নির্দেশনায় সব্যসাচীর মাস্টারপিসগুলির কপি তৈরি করে, ফোটোশ্যুট করানো হয়েছে ওই শিশুদের নিয়ে৷
সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে তাদের এই শ্যুটের ভিডিও। তাতে ওই শিশুদের সব্যসাচীর পোশাক পরে মডেলিং করতে দেখা গেছে। সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দেয় তারা।
View this post on Instagram
এনজিও-র তরফে বলা হয়েছে, ‘আমরা লখনউয়ের চারশোটিরও বেশি বস্তির শিশুদের নিয়ে কাজ করছি, তাদের লেখাপড়া শেখাচ্ছি। এই পোশাকগুলিও আমাদের ছাত্ররাই ডিজাইন করেছে। বস্তির ছেলেমেয়েরাই সেগুলি পরেছে। এই বাচ্চারা অত্যন্ত দরিদ্র এবং অসহায় পরিবার থেকে এসেছে। ভিক্ষা করেই এদের দিন কাটে। সেই অবস্থাতেই সব্যসাচীর অনুপ্রেরণায় ডিজাইনার পোশাক তৈরি করেছে এরা। ভিডিওটি শ্যুট করেছে ১৫ বছর বয়সি একটি ছেলে।"
View this post on Instagram
পোস্ট করার পরেই ভিডিও ভাইরাল হয়ে যায়, ভেসে যায় প্রশংসায়। সেটি পৌঁছে যায় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছেও। তিনি কমেন্ট বক্সে একটি হার্ট ইমোজি রেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভিডিওটি শেয়ারও করেছেন।