শেষ আপডেট: 27 December 2023 15:10
দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন জীবন সংগ্রামের মধ্যে কাটে দিন। দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ট্রাক চালিয়ে যেতে হয়। তবে পেশায় ট্রাক চালক হলেও সোশ্যাল মিডিয়ায় এক অন্য জগৎ তৈরি করেছেন রাজেশ রাওয়ানি। নেটদুনিয়ায়তে রাতারাতি হয়ে উঠেছেন তারকা।
কখনও রাস্তার ধারে রান্না করেন, আবার কখনও ট্রাক চালকদের দৈনন্দিন জীবনের ঝলক তুলে ধরেন। কখনও বা অন্যান্য ট্রাক চালকদের সঙ্গে গল্প-আড্ডায় খোশ মেজাজে দেখা যায় রাজেশকে। আর এইসব নানান ধরনের ভিডিওই নজর কেড়েছে সকলের।
View this post on Instagram
রাজেশ ভারতীয় ট্রাক চালকদের দৈনন্দিন ব্লগ- এই শিরোনামে ভিডিও বানান। মূলত রাজেশ তাঁর ব্লগে ট্রাক চালকদের জীবন ঠিক কেমন হয় তাই তুলে ধরেন। ট্রাকের মধ্যে রাস্তার ধারেই তিনি রান্না করেন। ট্রাক চালিয়ে সারা ভারতে কাজের জন্য যেতে হয় রাজেশকে। তাই যাত্রাপথে ট্রাকেই তিনি রান্না করেন। সামান্য উপকরণ দিয়েও কীভাবে চিকেন, মটন, ফ্রায়েড রাইসের মতো পদ সহজে রান্না করা যায় তা তিনি ব্যাখ্যা করেন। সেই রান্নার ক্যামেরাবন্দি দৃশ্য তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলে।
ইউটিউবে বর্তমানে রাজেশের ১০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। প্রায় ২৫ বছর ধরে ট্রাক চালানোর অভিজ্ঞতার পর টিউটিউবে পা রাখেন রাজেশ। তবে খুব অল্প সময়ের মধ্যে তাঁর বিভিন্ন ধরনের ভিডিও দর্শকদের মন জয় করে নিয়েছে।