Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার
Viral Video

রাস্তার ধারে রান্না করে রাতারাতি তারকা! ইউটিউবে ট্রাক চালকের লক্ষ লক্ষ ভক্ত, দেখুন ভিডিও

পেশায় ট্রাক চালক হলেও সোশ্যাল মিডিয়ায় এক অন্য জগৎ তৈরি করেছেন। নেটদুনিয়ায়তে রাতারাতি হয়ে উঠেছেন তারকা। 

রাস্তার ধারে রান্না করে রাতারাতি তারকা! ইউটিউবে ট্রাক চালকের লক্ষ লক্ষ ভক্ত, দেখুন ভিডিও

শেষ আপডেট: 27 December 2023 15:10

দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন জীবন সংগ্রামের মধ্যে কাটে দিন। দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ট্রাক চালিয়ে যেতে হয়। তবে পেশায় ট্রাক চালক হলেও সোশ্যাল মিডিয়ায় এক অন্য জগৎ তৈরি করেছেন রাজেশ রাওয়ানি। নেটদুনিয়ায়তে রাতারাতি হয়ে উঠেছেন তারকা। 

কখনও রাস্তার ধারে রান্না করেন, আবার কখনও ট্রাক চালকদের দৈনন্দিন জীবনের ঝলক তুলে ধরেন। কখনও বা অন্যান্য ট্রাক চালকদের সঙ্গে গল্প-আড্ডায় খোশ মেজাজে দেখা যায় রাজেশকে। আর এইসব নানান ধরনের ভিডিওই নজর কেড়েছে সকলের। 

View this post on Instagram

A post shared by R_ Rajesh (@r_rajesh_07)

রাজেশ ভারতীয় ট্রাক চালকদের দৈনন্দিন ব্লগ- এই শিরোনামে ভিডিও বানান। মূলত রাজেশ তাঁর ব্লগে ট্রাক চালকদের জীবন ঠিক কেমন হয় তাই তুলে ধরেন। ট্রাকের মধ্যে রাস্তার ধারেই তিনি রান্না করেন। ট্রাক চালিয়ে সারা ভারতে কাজের জন্য যেতে হয় রাজেশকে। তাই যাত্রাপথে ট্রাকেই তিনি রান্না করেন। সামান্য উপকরণ দিয়েও কীভাবে চিকেন, মটন, ফ্রায়েড রাইসের মতো পদ সহজে রান্না করা যায় তা তিনি ব্যাখ্যা করেন। সেই রান্নার ক্যামেরাবন্দি দৃশ্য তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলে। 

ইউটিউবে বর্তমানে রাজেশের ১০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। প্রায় ২৫ বছর ধরে ট্রাক চালানোর অভিজ্ঞতার পর টিউটিউবে পা রাখেন রাজেশ। তবে খুব অল্প সময়ের মধ্যে তাঁর বিভিন্ন ধরনের ভিডিও দর্শকদের মন জয় করে নিয়েছে। 


ভিডিও স্টোরি