শেষ আপডেট: 9th April 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ড (Uttarakhand) মানেই প্রাকৃতিক সৌন্দর্য। তার মধ্যেই বরফঢাকা পাহাড়, নৈনি লেক, টিফিন টপ-সহ নৈসর্গে মোড়া শহর নৈনিতাল (Nainital)। এই গরমে ঘুরতে যেতে হলে বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ পাহাড়ের কোলের এই ছোট শহর।
যদি এই সময় আপনিও একটা চটজলদি নৈনিতাল-ভ্রমণ সেরে নিতে চান, মাথায় রাখা দরকার এই সিজনে কিন্তু নানা দিক থেকে বাড়তে পারে খরচ (budget)। তার জন্য প্রস্তুতি নিন আগে থেকে। সহজে বাজেট-ফ্রেন্ডলি (budget friendly)একটা ট্রিপের জন্য ‘দ্য ওয়ালের’ ওয়ালে রইল আপনার জন্য কিছু টিপস-
পার্কিং চার্জের (parking fee) কথা মাথায় রাখুন:
সম্প্রতি নৈনিতাল মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বাড়ানো হয়েছে পার্কিং চার্জ। একধাক্কায় ১৩০ টাকা থেকে পার্কিং চার্জ বেড়ে হয়েছে ৫০০ টাকা। বেড়েছে শহরে গাড়ি নিয়ে ঢোকার চার্জও। আগে ছিল ১১০ টাকা, এখন হয়েছে ৩০০ টাকা।
হঠাৎ করে এত টাকা বেড়ে যাওয়ায় চাপ পড়বে গোটা নৈনিতালের বাজেটে।
হোটেলের সঙ্গেই পার্কিং খুঁজতে পারেন:
নিজেই গাড়ি চালিয়ে যেতে চাইলে পাবলিক পার্কিং-এর জন্যই দিনে খরচ হবে ৫০০ টাকা। এক সপ্তাহের ট্রিপে ৩৫০০ টাকা শুধু পার্কিং-এর খরচ করার থেকে এমন কোনও হোটেল খুঁজতে পারেন যেখানে পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
সাধারণত এই ক্ষেত্রে হোটেলের ট্যারিফের সঙ্গেই ধরা থাকে পার্কিং ফি-ও। এভাবেও ট্রিপ কিছুটা বাজেটে আনা সম্ভব।
আগে থেকেই বুক করুন হোটেল (hotel booking):
স্থানীয় মানুষের মতে, এই সময় ঘুরতে এসে বেশিরভাগই এই বেড়ে যাওয়া পার্কিং ও এন্ট্রি চার্জ নিয়ে সমস্যায় পড়তে পারেন। কিন্তু হোটেল যদি আগে থেকে বুক করে আসেন, তাহলে শেষ মুহূর্তে পিক সিজনের চাহিদা থাকায় অনেক বেশি টাকা দিয়ে হোটেল বুক করতে হতে পারে আপনাকে।
এই কয়েকটি সাশ্রয়ী টিপস মাথায় রেখে চলুন। সানন্দে উপভোগ করুন নৈনিতালের নিসর্গ।