শেষ আপডেট: 16th January 2025 10:21
দ্য ওয়াল ব্যুরো: ১২ ঘণ্টায় ১০৫৭ জনের শয্যাসঙ্গিনী হলেন অ্যাডাল্ট মডেল বনি ব্লু। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমনই দাবি করেছেন তিনি। নিজেই জানিয়েছেন একথা। ভেঙেছেন সমস্ত রেকর্ডও।
লিসা স্পার্কস নামের এক অ্যাডাল্ট ফিল্ম তারকা একদিনে ৯১৯ জনের সঙ্গে বেড শেয়ার করেছিলেন। এটিই ছিল এপর্যন্ত বড় রেকর্ড। যা ভাঙলেন বনি।
ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্টে বনি লেখেন, 'আমি ঠিক আছি। আমার শুধু মনে হল একটা গম্ভীর দিন শুধু বিছানাতেই কেটে গেল। প্রথম ৩-৪ ঘণ্টায় যেমন কেটেছে, সেটাই যদি গোটা দিন ধরে চলত, আমাকে নিজের সঙ্গে লড়াই করতে হত।'
View this post on Instagram
নীচের লাইনেই তিনি কারও স্বামী, কারও দারুণ সম্পর্কে থাকা কাছের মানুষ, কারও প্রিয়জনের উদ্দেশে লেখেন, 'একদিনে এক হাজার জনেরও বেশি পুরুষ। সকলকে ধন্যবাদ।'
তবে তাঁর এই দাবির পর অনেকেই প্রশ্ন তুলেছেন গোটা বিষয়টি নিয়ে। যেহেতু সঙ্গমের ক্ষেত্রে শারীরিক ধকলের বিষয়টি জড়িয়ে থাকে তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ এমনটা সম্ভব কিনা। চিকিৎসকদেক একাংশও বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন।
নেটিজেনদের একাংশ সমালোচনা করে বলেন, এই বিষয়টি তরুণ প্রজন্মকে বিপথে চালিত করতে পারে।
বনি ব্লুর যদিও এতে কিছু যায় আসে না। কারণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে তাঁর আয় মাসে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার পাউন্ড। আগে বেসরকারি সংস্থায় রিক্রুটমেন্টের কাজ করতেন। এখন ফুল টাইম মডেল।