শেষ আপডেট: 7th December 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: চাকরি, ব্যবসা বাদেও এখন উপার্জনের একাধিক পথ রয়েছে। ডিজিটাল ক্রিয়েটার হওয়া, ইনফ্লুয়েন্সার হওয়া, ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এই ছকে বাঁধা কেরিয়ারের বাইরেও যে লাখ লাখ টাকা শুধু বাড়িতে বসে উপার্জন করা যায়, তা দেখালেন এই যুবক।
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট বলছে, কিলান ম্যাকডোনাল্ড নামের ১৭ বছরের এক যুবক স্টিকার বানিয়ে মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন। কী স্টিকার বানাচ্ছেন তিনি? যাতে এত টাকা পাওয়া যাচ্ছে!
রিপোর্ট বলছে, পারসোনালাইজড স্টিকার বানাচ্ছেন কিলান। ক্রিস্টমাসে মায়ের থেকে একটি ক্রাফ্টের কিট উপহার হিসেবে পেয়েছেন। সেই দিয়েই চলছে কাজ। সঙ্গে রয়েছে ২ বছর আগের পাওয়া আরও কিছু ক্রাফ্টের কিটও।
বর্তমানে এই যুবক প্রায় ১৭ লাখ টাকা উপার্জন করছেন।
কীভাবে হয়েছিল শুরুটা?
প্রথমে তিনি এমন স্টিকার বানাতেন, যা কোনও কাচ বা সেরামিকের জিনিসে আটকানো যেত, তারপর সেগুলোই ফেসবুকে দেওয়া শুরু করলেন এবং কমিশন পেতে শুরু করলেন। ২০২৪ সালে তিনি ২০০-রও বেশি স্টিকার বিক্রি করেন। এই ২০০ স্টিকার মাত্র তিন ঘণ্টায় বানিয়েছিলেন তিনি। কলেজের পর পড়াশোনার সময় থেকে কিছুটা সময় বের করে স্টিকার বানাতে শুরু করেন।
উপার্জন হতে শুরু করলে, একটি বড় ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার কেনেন। তারপর চলতি বছর জুলাই থেকে এপর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকার স্টিকার বিক্রি করেছেন এই যুবক।
একটা ক্রিস্টমাস কিট দিয়ে তিনি যে এই জায়গায় পৌঁছবেন, ভাবতে পারেননি। তবে, এই বয়সে যে এমন কাজ করতে পেরেছেন, সেই নিয়ে তিনি ধন্য।