ছবি সৌজন্যে- গুগল
শেষ আপডেট: 28th October 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: অজুহাত দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন অনেকেই। অজুহাতে ভর করে এড়িয়ে যান অনেক কিছু। কিন্তু কিছু মানুষ আছে, যারা বিভিন্ন কঠোর পরিস্থিতিতেও দায়িত্ব থেকে পিছু হটে না। এই ব্যক্তিও তেমন। নেই দুটো হাত। কাটা কব্জির উপর পর্যন্ত। তা সত্ত্বেও পরিবারের মুখে হাসি ফোটাতে স্কুটি চালিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর ভিডিও দেখে সুপারহিরোর তকমা দিলেন নেটিজেনরা।
দিল্লিতে ফুড ডেলিভারী অ্যাপ জোম্যাটোর হয়ে খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন এই ব্যক্তি। নিজের দুর্বলতাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানের রাস্তা বেছে নিয়েছেন তিনি। চাইলেই হাত নেই বলে বসে থেকে বা কারও ভরসায় বাকি জীবনটা হয়তো কাটিয়ে ফেলতে পারতেন। কিন্তু এই তিনি তা করেননি।
পরিশ্রমের বিকল্প নেই, তাই কাটা হাতের কিছু অংশ দিয়ে কোনওমতে স্কুটি চালান। অর্ডার মতো বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসেন। মুখে নেই কোনও কান্তির ছাপ। মজায়, আনন্দে, এক গাল হাসি মুখে নিয়ে কাজ করে চলেছেন তিনি।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, তাঁকে প্রশ্ন করছেন, একাজে তাঁর সমস্যা হয় কিনা। যাতে তিনি স্পষ্ট জানান, হয় না। ভিডিও দেখেই তাঁকে সুপারহিরোর তকমা দিলেন নেটিজেনরা।
এই ব্যক্তির জেদ ও কাজের প্রতি ভালবাসার প্রশংসাও করেন সকলে। বহু মানুষ ভিডিওর নিচে কমেন্টে লেখেন, হ্যাটস অফ।