শেষ আপডেট: 6th November 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: অবসর সময়ে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে কত কিছুই না চোখে পড়ে। তার মধ্য়েই এমন কিছু ভিডিও থাকে, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটি লেবু, যা কিনা দেখতে এক্কেবারে অন্যরকম। ম্যাক্সি নামের এক মহিলা ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁর বাগানের এমন ফল দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদেন। এ আবার কেমন লেবু? এই প্রশ্নে বন্যা বইছে কমেন্ট সেকশনে। তিনি পোস্টে জানিয়েছেন, তার বাগানের একটি গাছে এমন লেবু ফলেছে। এর আকৃতি দেখে তিনি এর নাম দেন ‘ডেভিল ফ্রুট’ ('রাক্ষুসে লেবু')।
লেবুর এই ভিডিওটি ম্যাক্সিসকিচেন নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখা যাচ্ছে, তিনি প্রথমে এই লেবুটি ক্যামেরায় দেখান, যার আকৃতি খুব অদ্ভুত। এর পরে লেবুটি কাটতে শুরু করেন। কেটে ফেলতেই বেরিয়ে আসে প্রচুর কোয়া।
এখানেই শেষ নয়। ভিডিওটিতে দেখাই যাচ্ছে, লেবুটি সাধারণ লেবুর চেয়ে দশগুণ বড়। তারপরে সেই মহিলার সামনে থাকা এক ব্যক্তিকে তিনি লেবুটির ভিতরটা দেখালেন। শুধুই নেটিজেনরা নন, সেই লেবু কাটতেই অবাক হয়েছেন তিনি নিজেও।
View this post on Instagram
ভিডিওটি শেয়ার করার পর থেকে পর্যন্ত ১৯ লাখ লাইক হয়েছে। আর তা ক্রমশ বেড়েই যাচ্ছে। প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্টও করেছেন। এক ব্যক্তি মজার ছলে লিখেছেন, 'অন্য কোনও ফল হতে চেয়েছিল। কিন্তু অবশেষে লেবু হয়ে গিয়েছে।' আরও এক ব্যক্তি লিখেছেন, 'পৃথিবীতে কত ধরনের অদ্ভুত সব জিনিস আছে। সোশ্যাল মিডিয়া না থাকলে এসব জানাও যেত না।'
অনেকে আবার কমেন্টে এমন প্রশ্নও করেছেন যে, কীভাবে এমন লেবু ফলালেন তিনি? কমেন্ট বক্সে উত্তরে ম্যাক্সি জানিয়েছেন, তিনি নিজেও আশা করেননি যে এমন কোনও ফল ফলছে। দেখতে পাচ্ছিলেন যে লেবুর মতো কিছু একটা গাছে ফলছে। আর তার আকার ক্রমশ বাড়ছে। অবশেষে ফলটি কেটে দেখতে তিনি নিজেও অবাক।