শেষ আপডেট: 4th January 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: বিচিত্র এ পৃথিবী। কত মানুষ কত কিছুই না করতে পারেন। গাজনের ঝাঁপ থেকে ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিভিন্ন স্টান্ট প্রদর্শন, সবেতেই মানুষের অনন্য প্রতিভার দেখা মেলে। মানুষকে চমকে দেয় মানুষই। আর এমনই এক ট্যালেন্টের খোঁজ মিলল তেলাঙ্গানার সূর্যপেটে। নাম উঠল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
ক্রান্তি কুমার পানিকেরা, তেলাঙ্গানার সূর্যপেটের বাসিন্দা। সাহসিকতা ও অদ্ভুত কীর্তির জন্য 'ড্রিল ম্যান' নামে পরিচিত এলাকায়। বিভিন্ন ধরনের অদ্ভুত কাজ তিনি করেন। অনেক জায়গায় সেসব দেখানও। সেভাবেই স্টান্ট দেখিয়েছিলেন সম্প্রতি। মাত্র এক মিনিট জিভ দিয়ে ৫৭টা ফুল স্পিডে চলা ফ্যান বন্ধ করেন। যা দেখে তাজ্জব হন স্থানীয়রা।
পরে এই রেকর্ডই তাঁকে পৌঁছে দেয় গিনেস বুকের দরজায়। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রায় ৬০ মিলিয়ন ভিউ হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের ইনস্টাগ্রামে ক্রান্তির এই স্টান্টের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে তাকে একে একে পাখার ব্লেড থামাতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
ভিডিওতে ক্রান্তিকে একটি রঙিন শার্ট পরে, ঝাঁকরা চুল নিয়ে দ্রুত জিভের সাহায্যে পাখার ব্লেড থামিয়ে যেতে দেখা যায়। এই অসাধারণ দক্ষতা দেখে কমেন্ট সেকশনে প্রায় সকলেই তাঁর প্রশংসা করেন। কীভাবে একাজ তিনি করলেন, অনেকে অবাক হয়ে এমন প্রশ্নও করেন।
তবে কয়েকজন গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ লিখেছেন, 'এই স্টান্ট কি নিরাপদ?' কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, 'এটা কী এমন কোনও গুপ্ত প্রতিভা?' আবার কেউ কেউ বলেছেন, 'এটা তো সাধারণ পাখায়ই করা, যদি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান দিয়ে চেষ্টা করতেন। বোঝা যেত।'
তবে, এসব প্রতিক্রিয়ার মাঝেও ক্রান্তি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন। তাঁর কথায়, 'একটা ছোট্ট গ্রামের ছেলে হয়ে এমন সাফল্য অর্জন তাঁর কাছে অবিশ্বাস্য। সঙ্গে গিনেস রেকর্ডে স্থান পাওয়াটা বিরাট ব্যাপার।'