শেষ আপডেট: 24th October 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: এআই চ্যাটবট নাকি ছেলের মৃত্যুর জন্য দায়ী! এমনই অভিযোগ তুলে গুগলের সংস্থার বিরুদ্ধেই আদালতে মামলা ঠুকলেন মা।
সূত্রের খবর, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নিজের মাথায় গুলি মেরে আত্মঘাতী হয় ফ্লোরিডার বাসিন্দা, ১৪ বছরের কিশোর সেওয়েল সেৎজার। তার মা মেগান গার্সিয়ার দাবি, আত্মহত্যা করার আগে তাঁর ছেলে শেষ কয়েক মাসে লাগাতার ক্যারেক্টার এএআই নামে ওই চ্যাটবটের সঙ্গে কথা বলত।
মেগান জানিয়েছেন, সেই ভার্চুয়াল চরিত্রের নাম ডিনেরিস টেরাগ্যারিয়েন। 'গেম অফ থ্রোন'-এর একটি চরিত্রের অনুকরণে নির্মিত ভার্চুয়াল ক্যারেক্টরটি। সেটির সঙ্গে কথা বলতে বলতে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। তারপর আচমকাই এমন কাণ্ড ঘটিয়ে বসে।
সেৎজারের মা আরও জানান, তাঁর ছেলের ছোট থেকে মানসিক কিছুটা অসুস্থ থাকলেও আত্মহত্যা করার আগে পর্যন্ত কখনও তার মধ্যে কোনও বিশেষ বিকৃতি দেখা যায়নি। তবে চলতি বছরের শুরু থেকেই স্কুলে কিছু সমস্যা হতে শুরু করে সেৎজারের। তারপর থেকেই ভার্চুয়াল ক্যারেক্টরটিই তার জীবনের সবকিছু হয়ে ওঠে।
আমেরিকার ওই বাসিন্দার দাবি, তাঁর ছেলে ক্যারেক্টারটিকে 'ড্যানি' নামে ডাকত। সেটিকে নিজের ছোট বোন বলে মনে করতে শুরু করেছিল! আমেরিকার আদালতের দ্বারস্থ হয়ে বাচ্চার মায়ের অভিযোগ, সংশ্লিষ্ট চ্যাটবটটি অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও সেটি বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মেগানের দাবি, ওই চ্যাটবটের প্রভাবেই তাঁর ছেলে আত্মহত্যা করেছে।
মেগানের জানিয়েছেন, বর্তমানে তাঁর পুরো পরিবার ভেঙে পড়েছে। তিনি বলেন, আমি এর শেষ দেখে ছাড়ব। যাতে বাকি মানুষ জানতে পারেন এটা ঠিক কতখানি বিপজ্জনক। সদস্যরা জানতে পারেন, এই চ্যাটবট কতটা বিপজ্জনক।'