শেষ আপডেট: 12th December 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: শীতে প্রচুর ফল-ফুল হয়। একথা যেমন ঠিক, পাতা ঝরার এই মরশুমে গাছের যত্নেরও প্রয়োজন হয়। সেকথাও ঠিক। সারা বছর ফুল-ফল পেতে, সুন্দরভাবে গাছ বড় করতে এই সময় গাছের যত্ন নিন। কীভাবে নেবেন? রইল টিপস।
জলের পরিমাণ কমান
শীতকালে রোদ কম থাকার কারণে গাছের খুব বেশি জলের প্রয়োজন হয় না। গরমকালে গাছে যে প্রতিদিন জল দিতেন, শীতকালে তা দুই বা তিনদিন অন্তর একবার দিলেও চলবে। গাছের মাটি বুঝে জল দিতে হবে। মাটি শুকিয়ে গেলে বুঝতে হবে জল লাগবে।
আলোর বিষয়ে খেয়াল রাখতে হবে
শীতকালে দিনে আলো কমে যায়। তাই গাছগুলিকে জানালার কাছে রাখতে হবে, যাতে যতটা সম্ভব প্রাকৃতিক আলো পায়। যদি সম্ভব হয়, গাছের পাত্রটি প্রতি সপ্তাহে একটু করে ঘুরিয়ে দিতে হবে, যাতে সব দিক সমান আলো পায়।
পাতা ঝরে পড়লে চিন্তা করবেন না
গাছ যদি বাইরে থেকে ঘরে নিয়ে আসেন, তবে আলো কম পাওয়ার কারণে কিছুটা পাতা ঝরে পড়তে পারে। ঘরে থাকা গাছের ক্ষেত্রেও একই জিনিস হতে পারে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এই সময় এমন হয়।
খুব ঠান্ডা বা খুব গরম হাওয়া যেন না লাগে
ইন্ডোর প্ল্যান্টের ক্ষেত্রে এই বিষয়টিতে নজর রাখতে হয়। এসি বা কুলারের সামনে রাখা উচিত নয়। আবার হিটারের সামনেও রাখা উচিত নয়।
সার দেওয়া বন্ধ রাখলে ভাল
শীতকালে গাছ সাধারণত বাড়ে নিজে থেকেই। পাতা ঝরে নতুন পাতা তৈরি হয়। এই সময় বাড়তি সার প্রয়োগের প্রয়োজন পড়ে না। বসন্ত কালে গাছ যখন বাড়ে, তখন সার দিলে ভাল।
পোকা মাকড় থেকে সাবধান
শীতকালে গাছের পাতার নিচে পোকা হতে পারে। প্রতিবার জল দেওয়ার সময় গাছের পাতা ও কাণ্ড ভাল করে পরীক্ষা করুন। প্রয়োজনে অ্যালকোহলে ভেজানো তুলো দিয়ে মুছে ফেলুন বা কীটনাশক ব্যবহার করুন।
গাছ পরিষ্কার রাখতে হবে
গাছের পাতায় জমে থাকা ধুলোর ফলে গাছ আলো শোষণ করতে পারে না। গাছকে স্নান করালে অর্থাৎ ভাল করে পাতা পরিষ্কার করলে গাছ সতেজ থাকে ও তাড়াতাড়ি বাড়ে।