Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Madhya Pradesh Taj Mahal

স্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়া

সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হয়েছে রাজস্থানের বিখ্যাত মকরানা মার্বেল দিয়ে, যেটি আসল তাজমহলেও ব্যবহার হয়েছিল।

স্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়া

মধ্যপ্রদেশের সেই তাজমহল

শেষ আপডেট: 14 June 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: আগরার তাজমহল তো মানুষের কাছে চির ভালবাসার প্রতীক, বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। কিন্তু মধ্যপ্রদেশের বুরহানপুরেও রয়েছে এক তাজমহল। হুবহু তাজমহল আদলে একটি মার্বেলের তৈরি একটি বাড়ি সত্যিই রয়েছে মধ্যপ্রদেশে। এটিও এক ভালোবাসার প্রতীক হিসেবে তৈরি, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই চমকপ্রদ বাড়িটি আনন্দ প্রকাশ চৌকসের, যিনি নিজেই বুরহানপুরে একটি স্কুল বানিয়েছেন। তাজমহল-অনুপ্রাণিত সেই বাড়ি তৈরি হয়েছে স্কুল ক্যাম্পাসের মধ্যেই।

সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হয়েছে রাজস্থানের বিখ্যাত মকরানা মার্বেল দিয়ে, যেটি আসল তাজমহলেও ব্যবহার হয়েছিল।
বাড়িটির সাইজ মূল তাজমহলের এক-তৃতীয়াংশ। কিন্তু তাতে রয়েছে অপূর্ব গম্বুজ, খোদাই করা পিলার আর সূক্ষ্ম নকশার দরজা- ঠিক যেন মুঘল আমলের শিল্পকলার পুনর্জন্ম।

এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়ম সরস্বত নামের এক ব্যক্তি বাড়ির ভিতরে গিয়ে দম্পতির সঙ্গে কথা বলছেন। তাঁদের প্রশ্ন করা হয়, ‘এই বাড়ি কি সত্যিই তাজমহলের অনুকরণে তৈরি?’ তাঁরা হেসে উত্তর দেন, ‘হ্যাঁ, একদম। এটা পুরোপুরি আমার স্ত্রীকে উৎসর্গ করা। আমাদের ভালোবাসা আজও অটুট।’

আসল তাজমহলের যে মিটার মাপে নির্মিত হয়েছিল, সেই মাপ এখানে ফুটে রূপান্তর করে ব্যবহার করা হয়েছে। সরস্বতের ক্যাপশন বলছে, ‘ইন্দোরের কাছে এই অসাধারণ বাড়িটি শুধু স্থাপত্য নয়, এই যুগের ভালোবাসার এক প্রতীক.। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি একটি স্কুল ক্যাম্পাসের মধ্যেই তৈরি।’

ভিডিওটিতে ইতিমধ্যেই ৫.৯ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। কমেন্ট বক্সে উপচে পড়ছে আবেগ আর মুগ্ধতা।

একজন লিখেছেন, ‘এটা এই বছর আমার দেখা সবচেয়ে রোম্যান্টিক জিনিস।’ আরেকজন মন্তব্য করেন, ‘ভালোবাসার প্রকৃত প্রকাশ তো এভাবেই হয়- শুধু কথায় নয়, কাজে ও কিছু গড়ে তোলার মধ্যে দিয়ে।’ আরও মন্তব্য এসেছে, যা বলছে, ‘এটা শুধু বাড়ি নয়, যেন মার্বেলে লেখা এক জীবন্ত কবিতা।’ আবার কেউ বলেছে, ‘স্কুল ক্যাম্পাসে ছোট তাজমহল নিয়ে বড় হওয়া? যেন রূপকথা!’


ভিডিও স্টোরি